বিল্লাল হোসেন রবিন: ‘আমারে জীবিত দেখতে চাইলে টাকা যোগাড় কর, তাড়াতাড়ি পুলিশকে টাকা দাও, ওরা আমাকে মেরে ফেলবে। আমি বাঁচতে চাই। তোমরা আমাকে বাঁচাও। কিন্তু টাকা দিয়েও ওরে বাঁচাতে পারলাম না। অথচ ও পুলিশের এসআই হতে চেয়েছিল। আর ওই পুলিশই তাকে মেরে ফেললো।’ কথাগুলো বলেই ডুকরে কেঁদে ওঠেন পুলিশের নির্মম নৃশংস ও বর্বরোচিত নির্যাতনে নিহত সোনারগাঁয়ের ব্যবসায়ী মেধাবী ছাত্র শামীম রেজার স্ত্রী সাবিকুন্নাহার তুহিন (১৮)। কাঁদতে কাঁদতে তার গলা ভেঙে গেছে। রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন। রোববার মুন্সীগঞ্জের গজারিয়ার মধ্য বাউসিয়ায় সাবিকুন্নাহারের পিত্রালয়ে এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় তার। শনিবার বিকালে সোনারগাঁয়ের পিরোজপুর প্রতাবের চর শ্বশুর বাড়ি থেকে পিতৃগৃহে চলে এসেছেন তিনি। পুরো বাড়িতে শোকের ছায়া। চোখের সামনে জামাতার এমন পরিণতিতে নির্বাক শামীমের শ্বশুর বাউসিয়া ইউপি’র তিনবারের চেয়ারম্যান আলহাজ আবদুল মালেক সরকার (৬৫)। তিনি বলেন, আমি তিন টার্ম চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। আমার জীবনে এমন ঘটনা দেখিনি। একজন নিরপরাধ ছেলেকে ধরে নিয়ে শুধু কয়টা টাকার জন্য পিটিয়ে নির্মমভাবে হত্যা করলো পুলিশ।
সাাবিকুন্নাহার সেদিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, ১৩ই মে রাতের খাবার খেয়ে আমরা শুয়ে পড়ি। শামীম টিভিতে খবর দেখছিল। আমি কখন ঘুমিয়ে গিয়েছি মনে নেই। ভোর সাড়ে ৫টা কি ৬টা হবে। হৈচৈ শুনে আমার ঘুম ভাঙে। দেখি আমার রুমে পুলিশ। তারা আমার রুমের আলমারি, ওয়ারড্রোবসহ আসবাবপত্র লণ্ডভণ্ড করে কি যেন খোঁজে। কারণ জিজ্ঞেস করতেই তারা পরিবারের সদস্যদের সঙ্গে প্রচণ্ড দুর্ব্যবহার করে। এর মধ্যে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) অরূপ তরফদারসহ পুলিশ সদস্যরা শামীমকে বাসা থেকে বের করে নিয়ে যায়। পুলিশ বলে শামীমকে ফোর মার্ডারের বিষয়ে একটু জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হবে। শামীমের সঙ্গে কোন কথাও বলতে দেয়নি পুলিশ। পরে সোনারগাঁ থানায় যাই শামীমের সঙ্গে দেখা করতে। কিন্তু আমাকে দেখা করতে দেয়নি। ১৪ তারিখ রাতেই পুলিশ শামীমের ওপর নির্যাতন চালায়। আমি পাগলের মতো বারবার থানায় ছুটে গিয়েছি। সকাল থেকে রাত পর্যন্ত বসে থেকেছি থানার বাইরে। কিন্তু আমার স্বামীর সঙ্গে দেখা করতে দেয়নি। থানার ওসি আতিকুর রহমান খান আমার সঙ্গে চরম খারাপ ব্যবহার করে। ওদিকে শামীম আমাকে ফোন করে বলে, তুমি আমাকে একটু দেখে যাও, ওরা আমাকে শেষ করে দিচ্ছে। আমি শামীমকে বলতাম, আমি তো এসেছি কিন্তু পুলিশ তো তোমার সঙ্গে দেখা করতে দিচ্ছে না। ৫০০-১০০০ টাকা ঘুষ দিয়ে শামীমের জন্য খাবার পাঠিয়েছি।
তুহিন কান্নাজড়িত কণ্ঠে আরও বলেন, শামীম বলেছিল ছেলেটাকে একটু দেখিয়ে নিয়ে যাও, আমি শিশুপুত্র তাসিনকে নিয়ে থানায় যাই। পুলিশ বলে দেখা করতে দেবে। কিন্তু সারাদিন বসিয়ে রেখে শেষ পর্যন্ত দেখা করতে দেয়নি। ৫ দিন থানায় গিয়েছি, একদিনও পুলিশ শামীমের সঙ্গে দেখা করতে দেয়নি। ফলে পুলিশের নির্মমতায় মৃত্যুর আগে একমাত্র সন্তানকেও দেখে যেতে পারেনি শামীম। তার স্বপ্ন ছিল সে পুলিশের এসআই হবে। অত্যন্ত মেধাবী ছিল সে। বিবিএ কমপ্লিট করে মাস্টার্সে পড়ছিল। শিশু পুত্রকে ইঞ্জিনিয়ার বানাবে। আমিও অনার্স (ম্যানেজমেন্ট) দ্বিতীয় বর্ষে পড়ছি। কত স্বপ্ন ছিল আমাদের। কিন্তু পুলিশ সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। আমার চারদিক এখন অন্ধকার। কি সান্ত্বনা দেবো তাসিনকে? কি অপরাধে আমার স্বামীকে হত্যা করে পুলিশ আমার নিষ্পাপ সন্তানকে এতিম বানালো?
তুহিন আরও বলেন, পুলিশ ১০ লাখ টাকা দাবি করেছিল। রফাদফা করে ৫ লাখ টাকায় রাজি করানো হয়। এর মধ্যে আড়াই লাখ টাকা দেয়া হয়েছে। তারপরও কেন শামীমকে মেরে ফেললো? এটা কেমন আইন? একজন নিরপরাধ নিরীহ যুবককে তার স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাইবোনদের সামনে থেকে পুলিশ ধরে নিয়ে দিনের পর দিন অমানুষিক নির্যাতন করেছে। রক্তাক্ত করেছে। তাকে আটক করা হয়েছিল সন্দেহভাজন হিসেবে। নিয়ম অনুযায়ী আটকের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। কিন্তু টানা ৬ দিন রাখা হয়েছিল থানায়। কোন মামলাও দেয়া হয়নি। নেয়া হয়নি আদালতে। নির্মমভাবে পেটানোর পর যখন শামীম রাজি হয়েছে আদালতে জবানবন্দি দেবে তখনই তাকে আদালতে পাঠায় পুলিশ।
যা বলে যায় শামীম: পুলিশের নির্মম নির্যাতনের শিকার শামীম ২১শে মে হাসপাতাল বেডে স্ত্রী সাবিকুন্নাহার তুহিনকে কাছে ডেকে কিছু কথা বলেন। তিনি বলেছেন, আদালতে শুধু মিথ্যা সাক্ষী দেয়ার জন্য পুলিশ তাকে ৬ দিন আটকে রেখে পিটিয়েছে। ওসি (তদন্ত) অরূপ তরফদার, এসআই পল্টু, ফোর মার্ডার মামলার বাদী মামুন, ফারুকসহ একাধিক পুলিশ সদস্য পিটিয়েছে। কোন কোন সময় চোখ বেঁধে পিটিয়েছে। তাই অনেককেই চিনতে পারিনি। পুলিশ পিটাতো আর বলতো শালা, যা শিখিয়ে দিবো তাই আদালতে বলবি। না হলে বাঁচতে পারবি না। তোকে রিমান্ডে এনে এর চেয়েও বেশি পিটাবো। বাঁচতে চাইলে যা বলতে বলবো তাই বলবি। নির্যাতন সইতে না পেরে পুলিশের কথায় রাজি হই এবং আদালতে পুলিশের শেখানো কথা জবানবন্দি দিয়েছি। আমি মনে হয় বাঁচবো না। ওরা আমাকে শেষ করে দিয়েছে। তখন আমি পাগলের মতো বলি যত টাকা লাগুক ভাল হাসপাতালে নিয়ে চিকিৎসা করাবো। বাইরে এসে ফ্যানসহ প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে যাই ওর জন্য। রাতে হাসপাতাল থেকে চলে আসি। সকালে উন্নত চিকিৎসার ব্যবস্থা করবো। কিন্তু পরদিন ২২ তারিখ হাসপাতালে পৌঁছার আগেই ওর মৃত্যুর খবর পাই। কাঁদতে কাঁদতে তুহিন বলেন, কত নিষ্ঠুর হলে পুলিশ এই কাজ করতে পারে। ৬ দিন পর হাসপাতাল বেডে যখন শামীমকে দেখি, আমার বুকটা যেন ফেটে গেছে। বিয়ের তিন বছর আমি শামীমের শরীরে একটা স্পট দেখিনি। আর সেই শামীমের শরীরে আঘাতের চিহ্ন দেখে আমি নির্বাক। তার হাতে কড়া লাগানো, হাত থেকে পুঁজ বের হচ্ছে। মাংস বের হয়ে আছে। পায়ে অসংখ্য আঘাতের চিহ্ন। প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত বের হচ্ছে। ঠিকমতো কথা বলতে পারছে না। হাত-পা নাড়তে পারছে না। চোখের সামনে স্বামীর এমন পরিণতি কিভাবে মেনে নেবো?
তুহিন বলেন, আমার স্বামীকে নির্যাতনের পেছনে এবং নেপথ্যে কারা ছিল, আমি সকলের ফাঁসি চাই। যারা আমার নিরপরাধ স্বামীকে নির্মম নির্যাতন করে হত্যা করেছে তাদের বিচার না হলে শামীমের আত্মা শান্তি পাবে না। প্রমাণ করতে চাই আমার স্বামী নিরপরাধ ছিল। তার অবুঝ সন্তান বড় হয়ে অন্তত জানতে পারবে তার বাবা কোন খারাপ লোক ছিল না। সে নিরপরাধ ছিল। পুলিশ তাকে অন্যায়ভাবে ধরে নিয়েছে। বড় হলে শিশুপুত্রকে বলতে পারবো, যারা তোমার বাবাকে মেরেছে তাদের এই শাস্তি হয়েছে।
তুহিন আক্ষেপ করে বলেন, ফোর মার্ডারে নিহত শামীমার স্বামী চেয়ারম্যান রফিকুল ইসলাম বিডিআর-ও বলেছিল শামীম রেজা নিরপরাধ। সে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে না। তুহিন বলেন, রফিকুল ইসলাম বিডিআরের আগের ঘরের স্ত্রীর এক ভাইয়ের নাম শামীম। পুলিশ হয়তো ওই শামীম মনে করে আমার স্বামী শামীম রেজাকে ধরেছে। তাছাড়া, শাহাদাত হত্যাকাণ্ডের মূল পরিকল্পনায় ছিল বলে পুলিশ জানতে পেরেছে। তারপরও তাকে কোন মারধর করেনি। অন্যদিকে রাজীবের কাছে নিহত শামীমার দু’টি মোবাইল ফোন সেট পাওয়া গেছে। তাহলে তো পুলিশ পুরো হত্যাকাণ্ডের ঘটনা জানতে পেরেছে। কিন্তু আমার নিরপরাধ স্বামীকে কেন এমন নিষ্ঠুর নির্যাতন করে মেরে ফেলেছে? আমি কার কাছে এর বিচার চাইবো। আমিও তো মনে হয় নিরাপদ না, আমার সন্তানকে নিয়ে আমি কোথায় দাঁড়াবো? মাননীয় প্রধানমন্ত্রী কি আমার এবং নিষ্পাপ সন্তানের আর্তনাদ শুনবেন?
উল্লেখ্য, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুরের ঝাউতলায় আলোচিত ফোর মার্ডারের মামলায় সন্দেহভাজন হিসেবে পুলিশ পাথর-বালু ব্যবসায়ী শামীম রেজাকে ১৪ই মে ভোরে তার সোনারগাঁয়ের পিরোজপুর প্রতাবের চরের বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। আদালতে না পাঠিয়ে ৬ দিন থানা হাজত ও পুলিশ কোয়ার্টারে আটকে নির্মম নির্যাতন করে। পরে ২২শে মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শামীম মারা যান।
ওসি, এক দারোগা ক্লোজড, মামলা ডিবিতে: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আলোচিত ফোর মার্ডার মামলায় সন্দেহভাজন হিসেবে আটকের পর পুলিশি নির্যাতনে ব্যবসায়ী শামীম রেজার মৃত্যুর ঘটনায় সোনারগাঁ থানার ওসি (তদন্ত) অরুপ তরফদার ও থানার এসআই পল্টু ঘোষকে ক্লোজ করা হয়েছে। এর মধ্যে ওসি অরুপ তরফদারকে ঢাকার ডিআইজি অফিস ও এসআই পল্টু ঘোষকে জেলা পুলিশ প্রশাসন ক্লোজ করেন। জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম গতকাল সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফোর মাডার মামলাটি ইতিমধ্যে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। এখন থেকে মামলাটি ডিবি তদন্ত করবে। পুলিশ সুপার আরও জানান, শামীমের মৃত্যুর পর পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ঢাকা জোন) গোলাম ফারুকের নেতৃত্বে তিন সদস্যের একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি শনিবার সোনারগাঁয়ে শামীম রেজার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। গতকাল পুলিশ সদর দপ্তরের গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতেই এ ব্যবস্থা নেয়া হয়েছে।
মানবজমিন
Leave a Reply