মুন্সীগঞ্জে জাতীয় কবির রাক্ষুসী মঞ্চস্থ

rakkhusiমুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জয়ন্তীতে তার নাটক ‘রাক্ষুসী’ মঞ্চস্থ হয়েছে। শনিবার রাতে নিজস্ব মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমী আয়োজিত এই জমজমাট অনুষ্ঠানের প্রথমে ছিল আলোচনা ও সঙ্গীতানুষ্ঠান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল। অতিরিক্ত জেলা প্রশাসক ব্যারিস্টার গোলাম সারওয়ার ভূইয়ার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ অধ্যাপক জয়ন্ত কুমার সান্যাল, সনাক সভাপতি খালোদা খানম ও জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব মীর নাসিরউদ্দিন উজ্জ্বল।

অনুষ্ঠান শেষে জেলা শিল্পকলা একাডেমী আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও নাট্যশিল্পীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।
যুদ্ধ থেকে ফিরে মাত্র ২২ বছর বয়সে ‘রাক্ষুসী’ রচনা করেন কাজী নজরুল ইসলাম। নাটকটিতে রক্তময় যন্ত্রণা, বিপন্ন মানুষের আত্মপীড়ন ও না দেখা অনেক মানুষের আচরণ ও অভিসন্ধি লুকিয়ে আছে। এটির নাট্যরূপ দিয়েছেন অধ্যাপক মমতাজ উদ্দীন আহমদ ও নির্দেশনায় ছিলেন জাহাঙ্গীর আলম ঢালী। জেলা শিল্পকলা একাডেমী পরিবেশিত এই নাটকে অভিনয়ে স্থানীয় তরুণ ও প্রবীণ অভিনেতা অংশ নেন।

প্রাইমখবর

Leave a Reply