মুন্সীগঞ্জের গজারিয়ায় সোমবার দুপুরে নিজের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক নিজেই গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক। আশংকাজনক অবস্থায় যুবক মো: রেজাউলকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়েছে। দুপুর সোয়া ১ টার দিকে জেলার গজারিয়া উপজেলার চরকালীপুরা এলাকায় এ ঘটনা ঘটে। রেজাউল চরকালীপুরা গ্রামের মো: হান্নানের ছেলে।
জানা গেছে, দুপুরে নিজ বাড়ির আঙ্গিনায় বসে রেজাউল নিজের অবৈধ একটি আগ্নেয়াস্ত্র পরিস্কার করছিল। এ সময় আগ্নেয়াস্ত্র থেকে ১ রাউন্ড গুলি বের হয়ে যুবকের ডান হাতে বিদ্ধ হয়। তবে আগ্নেয়াস্ত্রটি কি ধরনের তা জানাতে পারেনি পুলিশ। গজারিয়া উপজেলার ভবরচর স্বাস্থ্য কমপে¬ক্সের জরুরী বিভাগে কর্তব্যরত ডা: নিতাই বাবু জানান, গুলিবিদ্ধ যুবককে ভবেরচর স্বাস্থ্য কমপে¬ক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি দেখা দেওয়ায় আ’লীগ কর্মীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
ওয়ান নিউজ
Leave a Reply