মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে মাঝ পদ্মায় আটকা পড়ে আছে ২ টি ডাম্প ফেরী

নিম্নচাপের প্রভাবে দক্ষিনবঙ্গের নৌরুটে মাঝ পদ্মায় চরে আটকা পড়েছে অর্ধশত যানবাহন নিয়ে ২ টি ডাম্প ফেরী। মাওয়া ও কাওড়াকান্দি ঘাটের উভয় প্রান্তে পারাপারের অপেক্ষায় আটকা পড়ে আছে ৬ শতাধিক যানবাহন। আইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক আশিকুজ্জামান জানান, বুধবার দিবাগত মধ্য রাত ১২ টার দিকে কাওড়াকান্দি ফেরীঘাটে ৪৮ টি ছোট-বড় যানবাহন ও ৪ শতাধিক যাত্রীবোঝাই করে মাওয়াঘাটের উদ্দেশ্যে রওনা দেয় ডাম্প ফেরী রানীগঞ্জ ও রায়পুরা।


ফেরী ২ টি মাওয়ার কাছে নৌ-চ্যানেলে মাঝ পদ্মায় প্রবল ও তীব্র বাতাসের তোড়ে চরে আটকা পড়ে। তিনি দাবী করেন- রো-রো ফেরী বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও রো-রো ফেরী বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ছাড়া নৌরুটের বাকী ১২ টি ডাম্প ফেরী পারাপার বন্ধ রয়েছে।

মেরিন অফিসার আলী আহম্মদ জানান, ফেরী পারাপার বিঘ্নিত হওয়ায় মাওয়া ও কাওড়াকান্দি ফেরীঘাটের উভয় প্রান্তে পন্যবাহী ট্রাকসহ ৬ শতাধিক যানবাহন আটকা পড়েছে। বিকেল ৫ টায় আটকা পড়া ডাম্প ফেরী রানীগঞ্জ ও রায়পুরা মাঝ পদ্মায় চরের মধ্যে আটকা পড়ে আছে। উদ্ধাকারী কেট আইটি-৩৯৫ উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

যমুনা নিউজ

Leave a Reply