মাওয়ায় স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ দু’জনের পরিচয় পাওয়া গেছে

বৃহস্পতিবার মাওয়ার কাছে স্পিটবোট দুর্ঘটনায় নিখোঁজ দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ঝাটিকা গ্রামের টুকু মিয়া ইমরান মিয়া (২৫) ও পটুয়াখালির দুমকি উপজেলার চরগুরুদি গ্রামের মৃত মাইনুদ্দিন হালদারের পুত্র মিজানুর রহমান (৩০)। তাদের খোঁজে স্বজনরা শুক্রবার মাওয়া দিনভর অবস্থান করে। কিন্তু পদ্মা উত্তাল থাকায় নদীতে তেমন খোঁজাখুঁিজ করতে পারেনি। নিখোঁজ ইমরান মিয়া বড় ভাই উজ্জ্বল মিয়া ও মিজানুর রহমানের বড় আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনা কবলিত স্পিডবোটে তারা ছিল। খোঁজ না পেয়ে পরিবার দু’টির স্বজনদ পদ্মা তীরে আহাজারি করে।

প্রচন্ড ঢেউয়ে স্পিডবোর্টটি ডুবে যায়। এর প্রত্যক্ষদর্শী ও বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক সিরাজুল হক জানান, ১১জন আরোহীর মধ্যে ৭জন তীরে উঠতে সক্ষম হলেও বাকীদের সন্ধান মিলেনি।

মাওয়া নৌ ফাঁড়ির ইনচার্য এস আই হাফিজুর রহমান জানান, আমাদের জানামতে-ঐ স্পিডবোর্ট দুর্ঘটনায় নিখোঁজ নেই। তবে স্বজনরা বাদী করেছে তাদের দু’জন নিখোঁজ রয়েছে। আমরা খোঁজ খবর নিয়ে দেখছি।

মুন্সীগঞ্জ নিউজ

Leave a Reply