টঙ্গীবাড়ি আওয়ামী লীগে কোন্দল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনী নিয়ে তৃণমূল পর্যায়ে যখন প্রস্তুতি চলছে তখন কাউন্সিলরদের ব্যালটে নির্বাচিত টঙ্গীবাড়ি উপজেলা কমিটি নিয়ে শুরু হয়েছে ষড়যন্ত্র। জেলা আওয়ামী লীগের এক গুরুত্বপূর্ণ নেতা মনোনয়ন পাচ্ছেন না এমন ভেবে একটি মহলের সঙ্গে আঁতাত করে হযবরল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের কাণ্ডারী হিসেবে পরিচিত সাবেক উপজেলার চেয়ারম্যান এবং মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি জগলুল হালদার ভুতুকে বিতর্কিত করার নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বয়সে কম হওয়া সত্ত্বেও স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযুদ্ধের পক্ষে তাঁর নানা অবদান রাখার ঘটনা মুক্তিযোদ্ধা সংসদসহ সর্ব মহলের কাছে স্বীকৃত।
কিন্তু মহলটি তাঁকে ‘রাজাকার’ আখ্যা দেয়ার অপচেষ্টার অংশ হিসেবে একটি দৈনিকে সংবাদ প্রকাশ করে এখানে হাসির খোরাকে পরিণত করেছে। কিন্তু প্রশ্ন উঠেছে যারা অভিযোগ করেছেন- তাঁরা বিগত প্রায় ২৯ বছর ভুতুর নেতত্বে কিভাবে আওয়ামী লীগের কর্মকাণ্ডে অংশ নিলেন। একই প্যানেলে থেকে সাধারণ সম্পাদকসহ নানা পদে অংশগ্রহণ পর্যন্ত করেছেন। জনাব ভুতুর সভাপতিত্বেই যাবতীয় সভা-সমাবেশে অংশ নিয়েছেন। এ মুহূর্তে অভিযোগটি কার স্বার্থে? এর শেকড় কোথায়? এই প্রশ্ন তৃণমূল নেতাদের।
গত ৭ ফেব্রুয়ারির পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোঃ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ শেখ লুৎফর রহমান ছাড়াও স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, মাহবুবউদ্দিন আহম্মেদ বীর বিক্রমসহ (এসপি মাহবুব) এই অঞ্চলের আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রার্থী একাধিক হওয়ায় গোপন ব্যালটে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৬৪ ভোটের মধ্যে জগলুল হালদার ভুতু ১৬৩ ভোট পেয়ে বিজয়ী হন। ডা. বাদল ৮১ ভোট পেয়ে দ্বিতীয় এবং আব্দুর রহিম ১৭ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন। বাকি ৩ জন কাউন্সিলর অনুপস্থিত ছিলেন। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে ১৪৫ ভোট পেয়ে বিজয়ী হন হাফিজ আল আসাদ বারেক। ৮২ ভোট পেয়ে লিটন মাঝি দ্বিতীয়, ২৪ ভোট পেয়ে বাচ্চু মাঝি তৃতীয় এবং এমিলি পারভীন ১৭ ভোট চতুর্থ স্থান দখল করেন।
৭ ফেব্রুয়ারি এই নির্বাচনে বিজয়ী হয়ে ১০ ফেব্রুয়ারি লৌহজং কমিটির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককের সঙ্গে জাতীয় সংসদে টঙ্গীবাড়ি উপজেলার নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এমন স্বীকৃত কমিটি নিয়ে এই ষড়যন্ত্র এখানকার তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দকে ক্ষেপিয়ে তুলেছে।
তৃণমূল নেতা মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন জানান, তৃণমূলের মতামতকে উপক্ষো করে এই কমিটি নিয়ে অহেতুক সমস্যার সৃষ্টির নেপথ্যের মূলে রয়েছেন আলহাজ লুৎফর রহমান। তিনি জেলা কমিটির সাধারণ সম্পাদক পদটি রক্ষার অপচেষ্টা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের যাকেই প্রার্থী দেয়া হোক না কেন তাঁকেই বিপাকে ফেলার জন্যই এসব করছে। বিগত জাতীয় সংসদের দুটি নির্বাচনেও তিনি নানা সমস্যার সৃষ্টি করে আওয়ামী লীগ প্রার্থীদের বিপাকে ফেলেছেন।
আরেক তৃণমূল নেতা জাহাঙ্গীর আলম মাদবর জানান, এই মহলটি আওয়ামী লীগের বড় পদ গ্রহণ করে আছে। ব্যক্তি স্বার্থে দলীয় এবং দেশ ও জাতির স্বার্থ নিয়ে তাদের ভাবনা নেই বলেই এমন অপচেষ্টা। তৃণমূল নেতা এ্যাডভোকেট আবুল হাসনাত সেন্টু বলেন, ভুতু হালদারের সাংগঠনিক দক্ষতা এবং এখানে আওয়ামী লীগের শক্ত অবস্থানের কারণে এই ষড়যন্ত্র। এর পেছনে রয়েছে অন্য দলের অর্থ দাতাও। দীর্ঘদিনের আসনটি বিএনপি আবার ফিরে পেতে এখন মরিয়া। পদ্মাপারের হাসাইল এলাকার বাসিন্দা তৃণমূল নেতা ও মুক্তিযোদ্ধা সেখুল দেওয়ান জানান, মুক্তিযুদ্ধের সময় ভুতু হালদার বালক। তারপরও তাঁর বাবা মমতাজ উদ্দিন হালদারের ছোট লঞ্চে করে মুক্তিযোদ্ধাদের পার করে ফরিদপুর ও শরীয়তপুরে পৌঁছানোর ব্যবস্থা করেন। তাদের বড় আকারের ৪০টি ঘরে মুক্তিযোদ্ধাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেন।
টঙ্গীবাড়ি উপজেলার ১২টি ইউনিয়নেরই তৃণমূল নের্তৃবৃন্দ ক্ষুব্ধ। তারা এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেন। যশলং ইউপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কাঠাদিয়া শিমুলিয়া ইউপির সাধারণ সম্পাদক জমির আলী, সোনারং- টঙ্গীবাড়ি ইউপির সাধারণ সম্পাদক রুবেল খান, বেতকার ইউপির সভাপতি জাহিদ আলম বাচ্চু শিকদার, দিঘরপাড় ইউপির সভাপতি কাইয়ুম হালদার, আব্দুল্লাপুর ইউপির সাধারণ সম্পাদক নয়ন ব্যাপারী, আউটশাহী ইউপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, আড়িয়াল-বালিগাঁও ইউপির সাধারণ সম্পাদক মোঃ চঞ্চল, ধীপুরের সভাপতি মোঃ হাফিজ ও কামারখারার সভাপতি আমির হোসেন ব্যাপারী তাদের সকলের একই কথা।
তৃণমূল নেতা জানান, এই উপজেলায় নানা কারণে ভোটের হিসাবে আওয়ামী লীগের অবস্থা বিগত দিনে ছিল খারাপ। বিগত জাতীয় নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হলেও টঙ্গীবাড়ি উপজেলায় ১৪শ’ ভোটে পিছিয়ে ছিলেন। তবে লৌহজং উপজেলায় ভোট বেশি পাওয়ায় বিজয়ী হতে পেরেছেন। তবে এবার টঙ্গীবাড়িতে আওয়ামী লীগের পালে হাওলা লেগেছে। এই এলাকার সন্তান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমানের ভূমিকায় তা বিপন্ন হতে পারে বলে তৃণমূল নেতারা জানিয়েছেন। তাদের দাবি- তিনি এখানে দলীয় কোন্দল সৃষ্টি করে নানা সমস্যা সৃষ্টি করছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ লুৎফর রহমান ৭ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন প্রক্রিয়া যথাযথ সম্পন্ন হয়েছে উল্লেখ করে জানান, টঙ্গীবাড়ি উপজেলা কমিটি নিয়ে পরাজিত প্রার্থীরা অভিযোগ করেছেন- নির্বাচিত প্রার্থী জগলুল হালদার ভুতুর প্রস্তাবকারী জলিল শিকদার জাকের পার্টির কর্মকর্তা। তাই এই বিষয় নিয়ে তদন্ত চলছে। একজন বিজয়ী প্রার্থীর স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে অবস্থান ছিল বলে তাদের কাছে অভিযোগ এসেছে বলে তিনি জানান। এ রকম হলে ভোট কেন গ্রহণ করা হলো এবং এত বছর কিভাবে সভাপতি ও সাধারণ সম্পদকের দায়িত্ব পালন করেন এই প্রশ্নের তিনি সদুত্তর দিতে পারেননি। দলে কোন্দল সৃষ্টির অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
এদিকে প্রস্তাবকারী জলিল শিকদার আওয়ামী লীগের সদস্যপদ গ্রহণের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ লুৎফর রহমানের স্বাক্ষরিত কাগজপত্র প্রদর্শন করে জানান, জাকের পার্টি থেকে অব্যাহতি নিয়েই আওয়ামী লীগে যোগদান করেন এবং আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবেই তিনি বিগত ইউপি নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হন। বিগত জাতীয় নির্বাচনেও তিনি আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করেন এবং তিনি কামারখাড়া ইউপি আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য। তৃণমূল নেতারা জানান ভুতু হালদার ৯ বছর ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং আগে ১৯ বছর ধরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩টি জনসভায় তিনি সভাপতিত্ব করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাড়িতেও গেছেন দু’বার। তৃণমূল নেতারা প্রশ্ন করেন তিনি যদি বির্তকিত হতেন তাহলে কি সেটা হতো? তৃণমূল নেতারা এ ব্যাপারে দলের সভানেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।
জনকন্ঠ
Leave a Reply