টঙ্গিবাড়ীতে অবৈধ দোকানঘর উচ্ছেদে বিলম্ব প্রশাসনের

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীর রহিমগঞ্জ বাজারে রাতের অন্ধকারে অবৈধ ভাবে উত্তোলন করা দোকানঘর উচ্ছেদ করতে বিলম্ব করছে প্রশাসন। এ সুযোগে রহিমগঞ্জ বাজারে অবৈধ ভাবে আরও দোকানঘর উত্তোলন করার পায়তারা চলছে। এ বিষয়টি অবগত করে উচ্ছেদ অভিযান কার্যক্রম চালাতে বুধবার দুপুরে রহিমগঞ্জ বাজারের দাতা পরিবারের সদস্য কাজী সাবিবর আহমেদ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদলের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

গত বছরের ২২ নভেম্বর রাতে টঙ্গিবাড়ী উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক জমির আলী ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনিস মাদবর রাতের অন্ধকারে রহিমগঞ্জ বাজারে অবৈধ ভাবে দোকানঘর উত্তোলন করেন। খবর পেয়ে সহকারী কমিশনার ভূমি টঙ্গিবাড়ী কার্যালয়ের নির্দেশে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ ভাবে দোকানঘর উত্তোলনের সত্যতা খুজেঁ পান।

পরবর্তীতে গত বছরের ডিসেম্বর মাসে তারা অবৈধ ভাবে দোকানঘর উত্তোলনকারীদের কাছে উচ্ছেদ নোটিশ পাঠানো হয়। কিন্তু নোটিশ পাঠানোর ৬ মাস অতিবাহিত হলেও দখলকারীরা উচ্ছেদ নোটিশের কোন কর্নপাত না করে বহাল তবিয়তে দোকানঘর চালু করার চেষ্টা চালাচ্ছেন।

এদিকে প্রশাসনের উচ্ছেদ নোটিশ পেলেও তার কোন কর্নপাত না করায় প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা না নেওয়ায় একটি পক্ষ রহিমগঞ্জ বাজারে আরও দোকানঘর উত্তোলন করার পায়তারায় লিপ্ত হয়ে উঠেছে।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, বিষয়টি অবগত হয়ে অবৈধ দোকানঘর উচ্ছেদ করতে ম্যাজিষ্ট্রেট নিয়োগ করা হয়েছে। তাকে ঘটনাস্থলে গিয়ে অবৈধ দোকানঘর উচ্ছেদ করার নিদের্শ দেওয়া হয়েছে।

ওয়ান নিউজ

Leave a Reply