মুন্সীগঞ্জের র্যাব-১১ এক কেজি গাঁজা ও হেরোইনসহ ২ বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-নবাবগঞ্জের বাগামারা গ্রামের রাজু আহমেদ (২২) ও শাহাদাত হোসেন (৪০)। শুক্রবার রাতে র্যাব-১১ তাদের বাগামারা এলাকা থেকে মাদকসহ আটক করে। মুন্সীগঞ্জের শ্রীনগরের ভাগ্যকুল ক্যাম্পের র্যাব-১১’র ইনচার্জ এএসপি ওবায়দুল ইসলাম খান জানান, শুক্রবার রাতে রাজু আহমেদ ও শাহাদাত হোসেন বাগামারা সড়কে মাদক বিক্রিকালে কয়েক পুরিয়া হেরোইনসহ তাদের আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে, শাহাদাতের বাড়ি থেকে এক কেজি গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়। সবমিলিয়ে ৪১ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা নিউজ এজেন্সি
Leave a Reply