সিরাজদিখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চলে। অভিযানকারীরা এ সময় উপজেলা কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামের ইউপি সদস্য রবিন ডি ক্রুস, নরেশ ডি ক্রুস ও রুমানস ডি ক্রুসের নির্মাণাধীন অবৈধ স্থাপনা ভাংচুর করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম অভিযানের নেতৃত্ব দেন। ক্ষতিগ্রস্তরা ভাংচুরকৃত স্থাপনা তাদের রেকর্ডীয় সম্পত্তিতে বলে জানিয়েছেন। রবিন ডি ক্রুসের স্ত্রী মহিনি ডি ক্রুস বলেন, আমাদের ৪৭নং দাগের জায়গাতে অস্থায়ী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়েছে। নরেশ ডি ক্রুস বলেন আমার সামান্য কিছু জায়গা হয়ত পড়েছে তাতে আমার দুটি পাকা ঘর জায়গা না মেপে ভেঙ্গে ফেলেছে। তবে স্থানীয় জনসাধারণ প্রকৃত অবৈধ প্রভাবশালী দখলবাজরা উচ্ছেদ না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমরা ৭০নং দাগে অভিযান চালিয়েছি। আদালতের নিষেধাজ্ঞা রয়েছে ৪৭ নং দাগে, তবু আদালতকে সম্মান দেখিয়ে পনের দিনের সময় তাদের দেয়া হয়েছে স্থাপনা সরানোর জন্য। তিনি জানান, পর্যায়ক্রমে অন্যান্য অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হবে।

জনকন্ঠ

Leave a Reply