মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার ধর্ষক দারোগা জাহিদুল ইসলামের (৪০) ২ দিনের রিমান্ড শেষ হয়েছে সোমবার। কাল মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে। সোমবার রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে রাত ১২ টার দিকে তাকে ডিবি কার্যালয় থেকে সদর থানা হাজতে রাখা হবে। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই মো. মাসুদুল হক মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এসআই মাসুদ জানান, রিমান্ডে এনে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারকৃত এসআই জাহিদকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দারোগা জাহিদ যে বাড়িতে থাকতেন-সে বাড়ির মালিকের সঙ্গে তার পূর্ব বিরোধ রয়েছে। দারোগা জাহিদ সেই বাড়িওয়ালার ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া কন্যাকে ধর্ষণ করেনি বলে জিজ্ঞাসাবাদে জানায়। জিজ্ঞাসাবাদে দারোগা জাহিদ বলেছে, সিরাজদিখান থানা সংলগ্ন রশুনিয়ায় সাবেক মেম্বার আক্তার হোসেন টিএ-টির সরকারি জায়গা দখল করে হাসিজা ভবন নির্মাণ করেছে। এ বিষয়ে স্থানীয় টিএ-টি অফিস থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এ অভিযোগের তদন্ত দেয়া হয় তাকে। এ নিয়ে তার সঙ্গে তার বাড়িওয়ালার বিরোধ দেখা দেয়। এদিকে, সোমবার বিকেলে ধর্ষিতার মেডিকেল পরীক্ষাকারী মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আরএমও ডা. এহসানুল করিমকে শিশুটি ধর্ষণ হয়েছে কিনা প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে গিয়ে বলেন, ধর্ষণের ৭-৮দিন পরে মেডিকেল পরীক্ষা করা হলে তার আলামত পাওয়া যায় না। তবে, এক্সরে রিপোর্ট এবং স্বাক্ষী প্রমানের ভিত্তিতে তা প্রমান হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
এসআই জাহিদ গত ৫-৬ মাস আগে সিরাজদিখান থানায় যোগদান করেন। ভোলার চরফ্যাশনের আবুবক্করপুর গ্রামের ডা. মোশারফ হোসেনের ছেলে দারোগা জাহিদ।
সোমবার মুন্সীগঞ্জ-১ নম্বর আমলী আদালতের বিচারক মো. শফিকুল ইসলাম দারোগা জাহিদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১৪ জুন ৭ দিনের রিমা- চেয়ে আদালতে প্রেরণ করা হয়।
সোমবার এসআই জাহিদের বিরুদ্ধে ধর্ষণ মামলাটি জেলা ডিবিতে হস্তান্তর করা হয়।
গত ১৫ জুন দুপুরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আরএমও ডা. এহসানুল করিম ধর্ষিতার মেডিকেল পরীক্ষা করেন। একই দিন বিকেলে মুন্সীগঞ্জ-১ নম্বর আমলী আদালতের বিচারক মো. শফিকুল ইসলাম ২২ধারায় ধর্ষিতার জবানবন্দি রেকর্ড করেন। একই দিন বেলা ১১টার দিকে সিরাজদিখান থানার ধর্ষক দারোগার ফাঁসির দাবিতে রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সিরাজদিখান থানা ঘেরাও করেন। এ সময় তারা ধর্ষক এসআই জাহিদুল ইসলামের ফাঁসির দাবি জানিয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসারের মাধ্যমে জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করে।
সিরাজদিখান থানার এসআই জাহিদুল ইসলাম থানা সংলগ্ন রশুনিয়া এলাকায় একটি চারতলা ভবনের তৃতীয় তলার ফ্লাটে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। ভবনের মালিক তথা বাড়িওয়ালা পরিবার-পরিজন নিয়ে চতুর্থ তলার ফ্ল্যাটে থাকতেন। গত ৮ই জুন রাতে বাড়িওয়ালা তার ছোট এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে স্বস্ত্রীক ঢাকায় যান। এই সুযোগে ওই রাতে বাড়ি ওয়ালার মেয়েকে ধর্ষণ করে ওই দারোগা।
ওই দিন রাতে বাড়িওয়ালা ঢাকা থেকে ফিরতে পারেননি। এতে তার মেয়ে স্কুল শিক্ষার্থী ওই রাতে এসআই জাহিদুলের স্ত্রী ও মেয়ের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। পরে গত ১৪ জুন সকাল ৮টার দিকে ধর্ষিতার পরিবার এসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানায় গেলে বিষয়টি জানাজানি হয়। একই দিন বিকেলে সিরাজদিখান থানায় ধর্ষিত স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ঢাকা নিউজ এজেন্সি
Leave a Reply