সিরাজদীখানে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

sirajdikhanemমোঃ শরিফ ভূইয়া: মুন্সীগঞ্জের সোমবার সকালে একটি প্রাইভেট কিনিকে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সকাল পৌনে ৯ টার দিকে সিজারে কন্যা সন্তান প্রসবের পর পরই প্রসূতি ফাতেমা বেগম (২৫) মারা যান। ফাতেমার স্বামী জুয়েল মোল্লা এ অভিযোগ করেন। ঘটনাটি ঘটেছে জেলার সিরাজদীখান উপজেলা সদরের হোসনে আরা কিনিকে। এ ঘটনায় সোমবার বেলা ১২ টা পর্যন্ত ওই কিনিকের সামনে ঘন্টা দুয়েক হট্টগোল করেছে স্থানীয় এলাকাবাসী। স্বামী জুয়েল মোল্লা ও স্ত্রী ফাতেমা দম্পতির এটি প্রথম সন্তান। নবজাতক সন্তান সুস্থ্য রয়েছে বলে কিনিক সূত্রে জানা গেছে। এই দম্পতির বাড়ি একই উপজেলার রশুনিয়া ধনিয়াপাড়া এলাকায়।

কিনিকের গাইনী ডাক্তার ফৌজিয়া রহমান দাবী করেন, ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু হয়নি। তিনি জানান, হোসনে আরা কিনিকে সকাল পৌনে ৮ টায় প্রসূতির সিজার করা হয়। এ সময় এক কন্যা সন্তান প্রসব হয়। সিজারের পর পরই প্রসূতির উচ্চ রক্ত চাপ দেখা দিলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নেওয়ার পথিমধ্যে তিনি মারা যান।
sirajdikhanem
এদিকে, প্রসূতির মৃত্যুর খবর রশুনিয়া ধনিয়াপাড়া এলাকায় ছড়িয়ে পড়লে ওই এলাকাবাসী কিনিকের সামনে এসে জড়ো হন। এ সময় এলাকাবাসী ডাক্তারের বিচার দাবী করে নানা শ্লোগান দেয়। পরে সিরাজদীখান থানা পুলিশ এসে এলাকাবাসীকে শান্ত করে। উল্লেখ্য যে, হোসনে আরা প্রাইভেট কিনিকের গাইনী ডাক্তার ফৌজিয়া রহমান মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনী ডাক্তার হিসেবে কর্মরত রয়েছেন।

বাংলাপোষ্ট২৪
========================

সিরাজদিখানে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখান সোমবার সকালে একটি প্রাইভেট ক্লিনিকে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নেওয়ার পথিমধ্যে প্রসূতি ফাতেমা বেগম (২৫) মারা যান। ঘটনাটি ঘটেছে জেলার সিরাজদিখান উপজেলা সদরের হোসনে আরা ক্লিনিকে। এ ঘটনায় সোমবার বেলা ১২ টা পর্যন্ত ওই ক্লিনিকের সামনে ঘন্টা দুয়েক হট্টগোল করেছে স্থানীয় এলাকাবাসী। স্বামী জুয়েল মোল্লা জানান, নবজাতক সন্তান সুস্থ্য রয়েছে। তাদের বাড়ি একই উপজেলার রশুনিয়া শনিয়াপাড়া এলাকায়।


ক্লিনিকের গাইনী ডাক্তার ফৌজিয়া রহমান দাবি করেন, ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু হয়নি। তিনি জানান, হোসনে আরা ক্লিনিকে সকাল পৌনে ৮ টায় প্রসূতির সিজার করা হয়। এ সময় এক কন্যা সন্তান প্রসব হয়। সিজারের পর পরই প্রসূতির উচ্চ রক্ত চাপ দেখা দিলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নেওয়ার পথিমধ্যে তিনি মারা যান।

ঢাকা নিউজ এজেন্সি ডট কম

Leave a Reply