এক সপ্তাহ বিড়ম্বনা হবে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের যাত্রীদের

আগামী এক সপ্তাহ পর্যন্ত জনদুর্ভোগের মধ্য দিয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের যাত্রীদের যাতায়াত করতে হচ্ছে। রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় তা মেরামত কাজ চলায় ওই মহাসড়কের নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে মুন্সীগঞ্জের গজারিয়া হাইওয়ে সড়কে যানজটের পড়ে যাত্রীদেরএ দুর্ভোগ পোহাতে হচ্ছে। মঙ্গলবার সকাল ৮টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত কাঁচপুর থেকে গজারিয়ার ভাটেরচর পর্যন্ত দীর্ঘ ২০ কিলোমিটার এলাকা জুড়ে হাইওয়ে সড়কে তীব্র যানজট দেখা দেয়।

মেঘনা সেতুর নারায়নগঞ্জ প্রান্তে সড়কে পিচ ঢালাইয়ের (সংস্কার কাজ) কাজ শুরু করায় মঙ্গলবার সকাল থেকে এ যানজটের সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কে চলাচলরত হাজারো যানবাহন মেঘনা সেতুর উভয়পাড়ে আটকা পড়ে থাকায় প্রচন্ড তাপদাহে যাত্রীরা নাকাল হয়ে পড়েন। ভবেরচর হাইওয়ে গজারিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. সাইফুল ইসলাম জানান, মেঘনা সেতুর নারায়নগঞ্জ প্রান্তে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় মঙ্গলবার সকাল ৮টা থেকে মেরামত কাজ শুরু হয়েছে। এতে এক পাশ দিয়ে যানবাহন চলাচল করায় যানজট দেখা দেয়। আগামী এক সপ্তাহ পর্যন্ত চলবে-এর মেরামত কাজ। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেরামত কাজ চলার কথা রয়েছে। তবে, রাত ৮টার কথা বলা হলেও সন্ধ্যা পর্যন্ত সংস্কার কাজ চলছে বলে তিনি জানান।

ঢাকা নিউজ এজেন্সি

Leave a Reply