মুন্সীগঞ্জে কাউন্সিলর পরিবারে হট্রগোল, বাড়ি ঘর ভাঙচুর

Mokbolভাইদের মধ্যে পাওনা টাকা নিয়ে মুন্সীগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত পৌর কাউন্সিলর পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষে বাড়িঘর ভাঙ্চুর হয়েছে। এ সময় পৌর কাউন্সিলর মকবুল হোসেনের মা, স্ত্রী ও শ্বাশুড়ীকে মারধর করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মকবুল হোসেন ও তার বড় ভাই দেলোয়ার হোসেন সহোদর গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।


জানা গেছে, মকবুল ও দেলোয়ার হোসেনসহ ৮ ভাই টাকার পয়সার দেনা পাওনা নিয়ে দু’গ্রুপে বিভক্ত হয়ে পড়ে। দুপুরে বড় ভাই দেলোয়ার হোসেন গ্রুপের সহোদররা অপর ভাই কাউন্সিলর মকবুল হোসেনের বাড়িতে হামলা চালায়। এ সময় মকবুলের বাড়ি ঘর ভাঙ্চুর করে তার মা, স্ত্রী ও শ্বাশুড়ীকে মারধর করে। খবর পেয়ে সদর থানার ওসি (তদন্ত) মো. ইয়ারদৌস হাসান ঘটনাস্থলে ছুটে যান। এ সময় কাউন্সিরর পরিবারের ৮ সহোদরকে ডেকে থানায় নিয়ে আসেন। পরে বিকেলে ওসি (তদন্ত) মো. ইয়ারদৌস হাসান তার কক্ষে ২ নম্বর ওয়ার্ড কাউন্সিরর এসএম মশিউর রহমান ববি, তিন নম্বর ওয়ার্ড নিবাসী মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজলের উপস্থিতিতে বিষয়টির সুরাহা করে দেন।

ঢাকা নিউজ এজেন্সি

Leave a Reply