হিন্দু যখন ডাকটা দিত
মুসলিম দিত সাড়া,
ধর্মের দেয়াল বিভেদ ভুলে
এক ছিল যে তারা।
মুসলিমের সব আহ্বানে
হিন্দু দেখায় সম্মান,
সম্প্রীতিতে সিক্ত হয়ে
ভুলতো যে জাতমান।
একজন নর আর নারী
ধর্মে কেন বাড়াবাড়ি?
ধর্মে কোন ভেদাভেদ নেই
একই ধরায় জড়াজড়ি।
মসজিদ হতে আজান ধ্বনি
মন্দির হতে ঘন্টা,
প্রার্থনায় যায় ছুটে যায়
দু’গোত্রেরই মনটা।
ভিন্ন মতে শ্রদ্ধা রেখে
করলে জীবন যাপন,
ধর্মান্ধতায় বাস না করে
হওয়া যায় আপন।
দু’টি মনের মিল হলে তো
ধর্মেতে নয় বাধা,
সব ভেদাভেদ যায় যে ভুলা
হলে যে মন সাদা।
ধর্মটা তো সৃষ্টি খোদার
বলে তো সবাই,
সবার উপর মানব সত্য
তাহার উপর নাই।।
টোকিও
জানুয়ারী, ২০১৩
Leave a Reply