ম্যাক্রিম কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গ্রাহকদের সাথে এখন টালবাহানা করছে

মুন্সীগঞ্জ জেলার ১১ টি শাখার গ্রাহকদের মেয়াদী, দীর্ঘমেয়াদী, সেভিংস এবং পেনশন স্কিমের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে প্রতারনা শুরু করেছে ম্যাক্রিম মাল্টিপারস কো-অপারেটিভ সোসাইটি। তাদের প্রতারণার ফলে এখন আর গ্রাহকরা ম্যাক্রিমের কোন শাখায় যেয়ে টাকা উত্তোলন করতে পারছে না। গত তিন মাস ধরে দেওয়া হচ্ছে না জমাকৃত টাকা বা সে টাকার কোন লভ্যাংশ। তাই প্রতিদিন শত শত গ্রাহক টাকা নিতে এসে কালি হাতে ফিরে যেতে বাধ্য হচ্ছে। ইতিমধ্যে দি ম্যাক্রিম নামের আরেকটি গ্র“প মুন্সীগঞ্জের হাজার হাজার গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে। এবার ম্যাক্রিমও সেরকম টালবাহানা শুরু করেছে গ্রাহকদের সাথে। ম্যাক্রিমের মুন্সীগঞ্জের এগারোটি শাখায় কোন দায়িত্বশীল কর্মকর্তাকে পাওয়া যাচ্ছে না। তারা এখন গাঁ ঢাকা দিয়ে রয়েছে।

মুন্সীগঞ্জের এগারোটি শাখা থেকে ১৫ কোটি টাকা হাতিয়ে নেয়ার দাবী করলেও এর পরিমান দ্বিগুনে গিয়ে দাঁড়াবে। সে মতে তাদের সম্পিত্তি রয়েছে যৎসামান্য। তাই বর্তমানে ম্যাক্রিমের গ্রাহকরা এখন দিশেহারা হয়ে পড়েছে। শুধু মাত্র সিপাহীপাড়া শাখা থেকে তারা ২ কোটি ৯১ লাখ টাকা নিয়েছে। এখানে গ্রাহক সংখ্যা রয়েছে ৭ শতাধিক। গত তিন মাসে গ্রাহকরা ধর্ণা দিতে দিতে জুতার তলি ক্ষয় করে ফেলেছেন। তাদের টাকা দেওয়ার কথা বিভিন্ন সময় তারিখ নির্ধারণ করলেও সে সময় মতো দিচ্ছেন না। তাদের সাথে শুধু টালবাহানা করা হচ্ছে। এতে হাজার হাজার গ্রাহকরা এখন চরম ভোগান্তিতে পড়েছেন। তাদের জালিয়াতির বিষয়টি ধরা পড়ার পর গ্রাহকরা এখন সবাই একযোগে হাজির হলেও তারা তাদের বিনিয়োগকৃত টাকা ফেরত পাওয়ার কোন সম্ভাবনা দেখছেন না।

গ্রাহকরা টাকা ফেরত চাইতে এলে তাদের জনানো হয় ম্যাক্রিমের দায়িত্ব এখন আর আমাদের হাতে নেই। টাকা না দেয়ার কৌশল হিসেবে তারা এখন সববায় অফিসের কতিপয় কর্মকর্তার যোগসাজসে তারা একটি অন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি নিয়োগের দোহাই দিচ্ছেন। এ কমিটিতে রয়েছেন দুর্নীতিবাজ কতিপয় কিছু কর্মকর্তা। তাদের ব্যবহার করেই ম্যাক্রিম এতোদিন শুধু মাত্র সমবায় সমিতির করা নিবন্ধন নিয়ে অবৈধ ব্যাংকিং করার সুযোগ পেয়েছেন। কিভাবে ম্যাক্রিম গ্র“প এতোদিন অবৈধ ব্যাংকি চালিয়ে গেল এ প্রশ্ন এখন সচেতন মহলের। ম্যাক্রিম নিয়ে এখন মূলত যে সমস্যার বেড়ঁাঁজাল তৈরী হচ্ছে তা হলো-টাকা পরিশোধ করার যে অর্ন্তবর্তীকালীন কমিটি নিয়োগের কথা বলা হচ্ছে তারা এখন কি করবে? কেনই বা গ্রাহকরা টাকা ফেরত চাইলে অর্ন্তবর্তীকালীন কমিটি নিয়োগ করতে হলো?

ম্যাক্রিমের মূল উদ্দেশ্যেই হলো গ্রাহকের টাকা যাতে তাদের ফেরত দিতে না হয় সে কারনেই অর্ন্তবর্তী কমিটি নিয়োগের দোহাই দিয়ে পার পাওয়ার একটি কৌশল করে যাচ্ছে। এ কমিটির মোঃ রুহুল আমিন,মেট্রোপলিটন থানা সমবায় অফিসার,মিরপুর ঢাকার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,ম্যাক্রিমের যে সম্পত্তি রয়েছে তা বিক্রি করে সামান্য কিছু টাকা পরিশোধ করা সম্ভব হবে। তাহলে বাকী টাকার কি হবে তার কোন সদুত্তর তিনি দিতে পারেননি। একেকজন গ্রাহকরা যদি লাখ লাখ টাকা বিনিয়োগ করে সামান্য কিছু টাকা পায় তাহলে অর্ন্তবর্তী নিয়োগকৃত কমিটি গঠন করার প্রয়োজন হলো কেন? গ্রাহকরা অর্ন্তবর্তীকালীন কমিটির সদস্যদের কাছে অবৈধ লাইসেন্স দেয়ার কারন জানতে চাইলে তারা বলেন,এখানে ব্যাংকিং কার্যক্রম করতে কোন নিবন্ধন দেওয়া হয়নি।


তাহলে কি করে তারা এভাবে কোটি কোটি টাকা নিয়ে ম্যাক্রিম লাপাত্তা হতে পারলো। গ্রাহকদের এ কথায় মোঃ রুহুল আমিন সমবায় অফিসার গ্রাহকদের বিরুদ্ধে মামলার করার ভয়ভীতি পর্যন্ত দেখাচ্ছে। এটাও ম্যাক্রিম গ্র“পের একটি কৌশল। তারা শেষ অস্ত্র হিসেবে এখন তাদের ব্যবহার করে টাকা না দেয়ার পাঁয়তারা করছে। তাদের দেখিয়ে সময় ক্ষেপনও একটি বিষয়। যেমন ডেসটিনিতে সরকার প্রশাসন নিয়োগ করেছেন। তাতে কি গ্রাহকরা টাকা ফেরত পেয়েছে? যুবক একই কায়দায় হাতিয়ে নিয়েছে হাজার হাজার কোটি টাকা। তারপরও কি করে ম্যাক্রিম এ ধরনের প্রতারণা মূলক ব্যবসা চালিয়ে হাজার হাজার গ্রাহককে ফতুর করতে পারলো? এ জন্য দায়ী হবেন কারা? কেন সমবায় সমিতি করার নামে নিবন্ধন দিয়ে অসৎ মানুষদের ব্যাংকিং করার সুযোগ তৈরী করে দেওয়া হচ্ছে। ব্যাঙের ছাতার মতো দেশের মধ্যে হাজার হাজার সমিতির নিন্ধন দেওয়া হয়েছে। তারা এখনও অবৈধ লেনদেন চালিয়ে যাচ্ছে। তা দেখার মতো যেন কেউ নেই। গ্রাহকরা তাদের জীবনের শেষ সম্বলটুকুু হারিয়ে বুক ফাটা আর্তনাত করছে। তারা কোনটা সমবায় সমিতি বা কোথায় বিনিয়োগ করতে হবে সেটা না জানার কারনেই সহজেই মানুষেকের লোভের ফাঁদে ফেলতে পারছে এ প্রতারক চক্র। তারা ব্যাংকের লভ্যাংশের চেয়ে বেশি পাওয়ার আশায় ম্যাক্রিমে বিনিয়োগ করার কারনেই একেক জন গ্রাহক এখন ফতুর হচ্ছেন। এতে ব্যাংকিং সেক্টও মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সমবায় সমতি মূলত গ্রাহকরা একটি সমিতি করে শুধু মাত্র সমিতির মধ্যেই ঋণের ব্যবস্থা থাকবে। সমিতির টাকা বাহিরে বিনিয়োগের কোন সুযোগ নেই।

এ ক্ষেত্রে নিয়ম-নীতি উপেক্ষা করেই ম্যাক্রিম পরিচালনা করা হচ্ছে। ম্যাক্রিমের প্রতারণার ফাঁদে পড়ে মুধু মাত্র ক্ষুদ্র গ্রাহরাই ক্ষতিগ্রস্ত হননি। এখানে সুখবাস পুরের মকবুল হোসেন বিনিয়োগ করেছেন ১৯ লাখ টাকা, দক্ষিন কাজী কসবার কাজী আলমগীর বিনিয়োগ করেছেন ২০ লাখ টাকা, সোনালী ব্যাংক নিমতলী শাখার এক কর্মকর্তা বিনিয়োগ করেছেন ৮ লাক টাকা,উত্তর মহাখালীর খোরশেদ ৭ লাখ পঞ্চাশ হাজার, শাখারী বাজারের সুমন শেখ ৬ লাখ, বাহের পাড়ার সুফিয়া বেগম ৪ লাখ টাকা, দালাল পাড়ার রুমা আক্তার নিজের ৪ লাখ এবং তার আত্বীয় স্বজনের আরো ৩ লাখ টাকা, তেলির বিলের জহিরুল ইসলাম এবং তার স্ত্রীর ৫ লাখ। মাওয়া নৌঁফাড়ি পুলিশের কনষ্টেবল মোঃ এমরানের ৬ লাখ,কনষ্টেবল তোতা মিয়া ১২ লাখ,কনষ্টেবল হাবিবের ৬ লাখ, দক্ষিন কেরানীগঞ্জ থানার এলপিআরে যাওয়া পুলিশ সদস্য তাহের মিয়ার ১০ লাখ টাকা, উত্তর কাজী কসবার ডলি আক্তার ২লাখ ৪০ হাজার,ওহাব কাঁদল পুর মাদারীপুরের ২৫ লাখ,আবু তাহের ৩০ লাখ। এ চিত্র শুধু সিপাহীপাড়া শাখার ৭ শতাধিক সদস্যেরর মধ্যে কয়েকজনের। বাকী হাজার হাজার সদস্য এখন দিশেহারা। পুলিশ সদস্য এমরান,তোতা মিয়া,হাবিব,তাহের তারা জীবনের শেষ সম্বুল টুকু তুলে দিয়েছিলেন এ প্রতারকদের হাতে। তোতা মিয়ার বিয়ে উপযুক্ত মেয়ে থাকলে টাকার অভাবে এখন বিয়ে দিতে পারছেন না।

সোনালী ব্যাংক নিমতলী শাখার কর্মকর্তার স্ত্রী মাজেদা বেগম স্বামীর অগোচরেই রেখে ছিলেন তার মেয়েকে বিয়ে দেয়ার জন্য ৮ লাখ টাকা। কিন্তু টাকার উঠাতে না পেরে তিনি এখন পাগলপ্রায়। এ টাকা ফেরত পাওয়া এখন অনিশ্চিত। মুন্সীগঞ্জ অঞ্চলে ম্যাক্রিমের যে সম্পত্তি রয়েছে তা হলো- সিরাজদিখানে ১২৩ শতাংশ জমি, হাসাড়া ২৩ শতাংশ, লৌহজং ১০ শতাংশ, বালিগাঁও ৫৫ শতাংশ,টঙ্গীবাড়ী ৭০ শতাংশ। তাছাড়া মুন্সীগঞ্জ শহরে ত্রিশ লক্ষ টাকার মূল্যের একটি দোকান। এ সম্পত্তি বিনিয়োগকৃত টাকার চেয়ে খুবই যৎসামান্য। হাজার হাজার গ্রাহক কেন টাকা রেখে বঞ্চিত হচ্ছে। তার দায়ভার এখন কার? কেন এখন পর্যন্ত ডেসটিনির মতো ম্যাক্রিমের মুন্সীগঞ্জ অঞ্চলের পরিচালক খায়রুল বাশার সজল এখনও গ্রেফতার হচ্ছেন না। সার্বিক বিষয়ে তদন্ত করে দেখা গেছে বড় ধরনের ফাঁদ পেতে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টায় লিপ্ত ছিল এ গ্র“পটি।


প্রবাসীর স্ত্রী স্বামীর অগোচরেই টাকা রেখে ধরা খেয়েছেন। প্রবাসী বাবা ছেলের অজান্তেই টাকা রেখে ধরা খেয়েছেন। অনেকেই এখন পর্যন্ত তাদের প্রতারণার কতা জানেন না। সুখবাস পুরের মকবুল সাহেবের কাছ থেকে বিনিয়োগকৃত টাকা নেয়ার পর তারা গাঁ ঢাকা দিয়েও তার কাছ থেকে ৮ লাখ টাকা নিয়েছেন। ১০ কোটি টাকার একটি লোন পাস হচ্ছে বলেই তিনি পুরো টাকা ফেরত পাওয়ার আশায় পরিচালক সজলকে বিশ্বাস করে তিনি এ টাকা দিয়েছিলেন। তিনি প্রবাসী ছেলের কাছ থেকে এবং হিমাগারে রাকা আলু কম মূল্যে বিক্রি করে টাকা দিয়েছেন। তাদের কষ্টের নি:শ্বাস নেয়া ছাড়া আর কোন উপায় নেই।

মুন্সিগঞ্জের বানী

Leave a Reply