পদ্মা থেকে চুড়ান্তভাবে সরে দাঁড়ালো জাইকা

পদ্মা সেতুতে প্রকল্প থেকে চূড়ান্ত ভাবে সরে দাঁড়ালো জাপানি দাতা সংস্থা জাইকা। ভারত সফররত জাইকার প্রেসিডেন্ট আকিহিকো তানাকা মঙ্গলবার রাতে এ প্রকল্পে অর্থায়ন না করার চুড়ান্ত সিদ্ধান্তের কথা জানান।

এর আগে পদ্মা সেতু থেকে দুর্নীতির অভিযোগে তুলে সবচেয়ে বড় দাতা সংস্থা বিশ্বব্যাংক সরে গেলেও এ প্রকল্পে জাইকা আবার ফিরতে পারে-এমন গুঞ্জনের অবসান ঘটল সংগঠনটির প্রধান কর্মকর্তার এই বক্তব্যের মধ্যদিয়ে।

গত মাসে নয়া দিল্লিতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বার্ষিক সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাইকা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক মাসাকাত নাকাহার আভাস দেন, বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিলে জাইকা পদ্মা প্রকল্পে অর্থায়নের বিষয়টি বিবেচনা করতে পারে। সে সময় অর্থ মন্ত্রী এ ব্যাপারে জাইকাকে অনুরোধ জানানো হবে বলে সাংবাদকিদের জানিয়েছিলেন।

২৯১ কোটি টাকার পদ্মাসেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ১২০ কোটি এবং জাইকার ৪০ কোটি ডলার ঋণ দেয়ার কথা ছিল। কিন্তু দুর্নীতির অভিযোগ তুলে ২০১৩ সালের শুরুতে এ প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় বিশ্বব্যাংক।

ঢাকা নিউজ এজেন্সি

Leave a Reply