তত্ত্বাবধায়ক সরকার – রাহমান মনি

তত্ত্বাবধায়ক সরকার
বাংলাদেশে দরকার।
মজুদদারী কালোবাজারী
যায় পর্দার আড়ালে,
তারপর ও ধরা পড়ে
দুহাত একটু বাড়ালে।

জনগনতো থাকে সুখে,
সন্ত্রাসীরা মরে ধুকে।
বিপদ তাদের আসছে বুঝে,
পালিয়ে যাবার পথটা খুঁজে।
স্বঘোষিত দূর্ণীতিবাজ আর
সন্ত্রাসীদের গড ফাদার,
আশায় তারা দিন গুনে
ক্ষমতাটা ফিরে পাবার।
দলগুলো সব বাধেঁ জোট,
দিতে হবে শীঘ্র ভোট।
দেশ চালানোর মূলমন্ত্র,
থাকতে হবে গণতন্ত্র।
তত্ত্বাবধায়ক গেলে চলে
ক্যাডার ফিরে সদলবলে।

আম জনতা থাকে চিন্তায়
কিভাবে যে রাত দিন যায়!
যে কোন দল গদি পেলে
সন্ত্রাসীদের দেখা মেলে,
গণতন্ত্রের মূলমন্ত্র
সব কিছুই যায় যে ভুলে,
যখন তাদের দল ক্ষমতায়
সাধ্যটা কার? তাদের ঠেকায়।
তোষামোদ আর চাটুকারে
যায় তখন দেশটা ভরে।

টেন্ডারবাজী আর জবর দখল
পেশী শক্তিই আসল বল।
গুম হত্যা লুটতরাজ
ক্ষমতাসীনদের মুল কাজ।
দিতে গিয়ে মূল্য চড়া
জীবন যুদ্ধে খেয়ে ধরা
মানুষ যখন অসহায়
ভাবে তখন বারবার
তত্ত্বাবধায়ক সরকার
বাংলাদেশে দরকার।।

টোকিও
নভেম্বর, ২০১২

Leave a Reply