মুন্সীগঞ্জে খাল খনন কর্মসূচীর পরিদর্শন

khalব.ম শামীম: মুন্সীগঞ্জের সদর উপজেলার মিরকাদিম কাটাখালী খাল হতে পানহাট্টা সুখবাসপুর পাকাপুল পর্যন্ত খাল পূর্ণ খনন কর্মসূচী সোমবার পরিদর্শন করেছে মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রশাসন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে সরোজমিনে উক্ত খাল খনন কর্মসূচী পরিদর্শন করেন, মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ব্যারিষ্টার সারোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকতা শারাবন তাহুরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন প্রমূখ। দূর্যোগ ব্যাবস্থাপন অধিদপ্তর গ্রামীন অবকাঠামো কর্মসূচী ২০১২-১৩ এর আওয়তায় ১২৪৯ মিটার খালটির খনন কাজ ইতিমধ্যে সুষ্ঠভাবে সম্পন্ন করেছে।
khal
এর ফলে পানহাট্টা, সুখবাসপুর এলাকার কৃষকদের কাঁচামাল পরিবহন ও শুকè মৌসুমে জমিতে পানিসেচের মাধ্যমে আলু সহ অন্যান্য ফসলের উৎপাদন বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছে কৃষির সাথে সম্পৃক্ত সংশ্লিষ্টরা। এছাড়া উক্ত কর্মসূচীর মাধ্যমে খনন করা খালের মাটি দিয়ে পানহাট্টা নতুন বাজার হতে পানহাট্টা সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা পূর্ণ নির্মান, পানহাট্টা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট ও পানহাট্টা মোল্লা বাড়ি জামে মসজিদের পাশে মাটি ভরাটের মাধ্যমে এ সমস্ত প্রতিষ্ঠান গুলোর উন্নায়ন সাধন করা হয়েছে। ফলে একই প্রকল্পের অর্থ দিয়ে একদিকে খাল পূর্ণ খনন অন্যদিকে সমাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নায়নের ফলে এলকার জনগন সতুষ্টি প্রকাশ করেছে।

Leave a Reply