টঙ্গীবাড়িতে যুবদলের দু’গ্রুপের মধ্যে গুলিবিনিময়, ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর

মুন্সীগঞ্জের যুবদলের কমিটির গঠন নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া গুলিবর্ষণ ও দোকান ভাঙ্চুর করা হয়েছে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬ টার টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার বেতকা বাজারে এ ঘটনা ঘটে।

টঙ্গীবাড়ি থানার ওসি এসএ খালেক জানান, সন্ধ্যায় বেতকা বাজারে বেতকা ইউনিয়ন যুবদলের কমিটি গঠন দিনক্ষণ নির্ধারন নিয়ে সিকদার ও খান পরিবারের দু’গ্রুপের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ সিকদারের ছেলে উপজেলা যুবদলের যুগ্ন-সম্পাদক রিগ্যান পিস্তল বের করে ২-৩ রাউন্ড গুলি চালায়। বেতকা চৌরাস্তায় শ্রমিকদল নেতা সুমন খানের দোকানে হামলা চালিয়ে ভাঙ্চুর করে। এতে দু’পক্ষের মধ্যে উত্তেজনা আরো ছড়িয়ে পড়ে। আধঘন্টা ব্যাপি দু’পক্ষের মধ্যে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে রাত সাড়ে ৭টার দিকে এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী উপজেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে বেতকা বাজারে ইউনিয়ন বিএনটির কার্যালয়ে গিয়ে ইউনয়ন যুবদলের কমিটির গঠনের জন্য সাধারণ সম্পাদক আলমগীরকে নিয়ে সেখানে যাওয়া হয়। পার্টি অফিসে বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ সিকদার ও বেতকা ইউনয়নের চেযারম্যান মুক্তার হোসেন খানসহ বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিল। এ সময় বিএনপি নেতা ইউসুফ সিকদারের সঙ্গে এক যুবকের কথাকাটাকাটি হলে সিকদার ও খান গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গুলির কোন ঘটনা ঘটেনি দাবি করে তিনি বলেন, পরিস্থিতি উত্তপ্ত দেখে আমরা ঘটনাস্থল ত্যাগ করি।

ঢাকা নিউজ এজেন্সি

=====================

টঙ্গীবাড়ীতে বিএনপির দুই গ্র“পের সংঘর্ষে আহত ২০, দোকান ভাংচুর লুটপাট ॥ বেতকা বাজার রনক্ষেত্র

ব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা বাজারে গতকাল মঙ্গলবার বিকেলে বিএনপির দুই গ্র“পের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। বেতকা বাজারের আনিস শিকদার ও হুমায়নের দোকানসহ বেশ কিছু দোকানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ রির্পোট লেখা পর্যন্ত সশস্ত্র অবস্থায় ধাওয়া পাল্টা ধাওয়া চলছিলো। দুই গ্র“পের মধ্যে শিকদার গ্র“প বেতকা চৌরাস্তায় এবং খানঁ গ্র“প বেতকা বাজারে সশস্ত্র অবস্থায় অবস্থান নিয়ে হামলা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। পুলিশ ২ ঘন্টা চেষ্টা চালিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পারেনি।

জানাগেছে, বেতকা ইউনিয়ন যুবদলের কমিটি গঠন নিয়ে বেতকা বাজার বিএনপির কার্যালয়ে গতকাল মঙ্গলবার বিকেলে প্রস্তুতি সভা চলছিলো। সভা চলাকালিন সময়ে খানঁ গ্র“পের স্বপন এর সাথে শিকাদার গ্র“পের লিগেন এর কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে দুই গ্র“পের স্বপন, ইউসুফ শিকদার, লিগেন শিকদার, হুমায়ন কবির, আবুল কালাম শিকদার, ছানমিয়া শিকদার, বাদল খানঁ, হুমায়ন শিকদার, আনিস শিকদার, কাজী আকবর, গাড়ি ড্রাইভার আজিজ সহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মুন্সীগঞ্জ সদর হাসপাতাল, টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্র সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা ওসি এসএ খালেক জানান, আমরা দু-গ্র“পকে ছত্রভঙ্গ করে দিয়েছি। বেতকা বাজার এলাকায় এখোন তাদের আর দেখা যাচ্ছেনা। অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য
মতে বেতকা এলাকায় বেশ কিছু দাঙ্গা পুলিশ মোতায়ন করা হয়েছে। বেতকা এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। যে কোন মুহুর্তে বড় ধরনের সংঘর্ষের আশংঙ্কা রয়েছে। দুই গ্র“পের ঢাকায় অবস্থান করা লোকজনরা এলাকায় আসতে শুরু করেছে। এতে প্রভাবশালী দুই গ্র“পের মধ্যে ভয়াবহ সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

ব.ম শামীম

=================

টঙ্গিবাড়ীতে যুবদলের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

কমিটি গঠনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে মঙ্গলবার রাতে যুবদলের দু’গ্রুপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এতে প্রায় ২০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে দুই পক্ষ।

মঙ্গলবার রাত সাতটার দিকে টঙ্গিবাড়ী উপজেলার বেতকা বাজারে বেতকা ইউনিয়ন যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে এই গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় বেশ কয়েকটি দোকান ও স্থানীয় বিএনপির অফিসে চেয়ারও ভাঙচুর করা হয়েছে।


এদিকে, সংঘর্ষে আহত আহত সুমন খান, কাউসার খান, লিটন খান ও আনিস খানসহ অপর আহতদের টঙ্গিবাড়ী উপজেলার বিভিন্ন প্রাইভেট কিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দলীয় সূত্র জানায়, বেতকা বাজারস্থ বিএনপির অফিসে মঙ্গলবার সন্ধ্যার দিকে বেতকা ইউনিয়ন যুবদলের কমিটি গঠনকল্পে এক কর্মী সভার আয়োজন করা হয়। এতে দলীয় অফিসে কমিটি গঠনে আধিপত্য বিস্তার নিয়ে বেতকা ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী রিগেন সিকদার ও অপর সভাপতি প্রার্থী বাবু খানের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে যুবদলের সভাপতি প্রার্থী রিগেন সিকদার রিভলবার উঁচিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ধাওয়া-পাল্টা ধাওয়া হলে বিএনপি অফিস থেকে সংঘর্ষ বেতকা বাজার হয়ে বেতকা চৌরাস্তা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

এ সময় উভয় গ্রুপের লোকজন বেতকা চৌরাস্তায় বেশ কয়েকটি দোকান ভাঙচুর করে পাল্টাপাল্টি ১৫-১৬ রাউন্ড গুলিবর্ষণ করে এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে তোলে।

এ প্রসঙ্গে টঙ্গিবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আনিছুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশের একাধিক কর্মকর্তা ঘটনাস্থলে অবস্থান করছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply