মাদ্রাসার জন‌্য জমির দাবিতে বিক্ষোভ মিছিল ও স্বারক লিপি প্রদান

মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষীগঞ্জ নূরে মোহাম্মদ (সা.) নামের একটি মাদ্রাসায় সরকারি জমি প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার সকালে মাদ্রাসার পক্ষে হাটলক্ষীগঞ্জ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় । মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন কওে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কাছে একটি স্বারকলিপি প্রদান করা হয়। মিছিল কারীরা জানান, হাটলক্ষীগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে একটি মাদ্রাসা নির্মাণ করা হয়েছে। তবে মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে একটি বাড়ি ভাড়া নিয়ে। বর্তমানে ভাড়াকৃত মাদ্রাসার কাছে সরকারি খাস জমি রয়েছে। যার পরিমাণ প্রায় ৩০ শতাংশ। এতে গ্রামবাসী ওই সরকারি জমি মাদ্রাসার জন্য নামমাত্র মূল্যে প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জনিয়ে এই বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি প্রদান করা করেন। এ কর্মসূচিতে স্থানীয় কাউন্সির মো. মকবুল হোসেন ও মহিলা কাউন্সিলর নার্গিস আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

ঢাকা নিউজ এজেন্সি

Leave a Reply