যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহবান

mohiuddin25প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ পদপে যুদ্ধপরাধীদের বিচার বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহবান বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জের পুরাতন কাচারী চত্ত্বরে বাংলাদেশ আওয়ামীলীগের ৬৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আ লোচনা সভায় প্রধান অতিধির বক্তব্যে এ আহবান জানান তিনি।


মোহাম্মদ মহিউদ্দিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ তারই সুযোগ্য কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়িত হবে এবং বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে।

তাই যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়নের লক্ষে যে কোন মূল্যের বিনিময়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এ জন্য এখন থেকেই রাজপথে অবস্থান নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দলীয় নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন।
mohiuddin25
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ মো. লুৎফর রহমান, শহর আওয়ামীলীগের সভাপতি ও পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভুইয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল কবির মাষ্টার, সদর যুবলীগ সভাপতি বাদল রহমানসহ প্রমুখ নেতৃবৃন্দ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ন সম্পাদক সাইফুল বিন সামাদ শুভ্র, শহর ছাত্রলীগের সভাপতি মালেকুন মাকসুদ বিপুল, টঙ্গিবাড়ি উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসানসহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী।

এর আগে বিকেল ৫টার দিকে বাংলাদেশ আওয়ামীলীগের ৬৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী প্রদনি শহরের প্রধান সড়কে হয়ে জুবলী রোড ঘুরে আবারও কাচারী এলাকায় গিয়ে আলোচনা সভার আয়োজন করে।

কাজী দীপুর ফেছবুক থেকে

Leave a Reply