সিরাজদিখানে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আহতদের পরিচয় জানা যায়নি। তবে এদের ঢাকার কেরানীগঞ্জের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে দু’পক্ষই দাবি করেছেন। বুধবার বেলা ১১ টার দিকে সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নের মোল্লারচর গ্রামে মালেক মাদবর ও আব্দুর রবের দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


সর্বশেষ রাত ৮ টার দিকে মোবাইল ফোনে সিরাজদিখান থানার ওসি আবুল বাসার জানান, জমি বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সামান্য ঝগড়া হয়েছে। এতে কেউ হতাহত হয়েছে-এমন খবরও জানা নেই। কোন পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি।

ঢাকা নিউজ এজেন্সি

Leave a Reply