মুন্সীগঞ্জের কোর্টগাঁও খাল পূর্বাবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ

সদর উপজেলার কোর্টগাঁও-গণকপাড়া ও দেওভোগ খালের একাংশ অবৈধভাবে ভরাটকারীকে ২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। একই সঙ্গে খালটিকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার পরিবেশ অধিদফতরের ঢাকা অফিসে এনফোর্সমেন্ট টিমের শুনানিতে মুন্সীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান ও ১১ নং কোর্টগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগমের উপস্থিতিতে এ আদেশ প্রদান করা হয়। হুকুমদাতা জমির মালিক দাবিকারী আমির হোসেন মুন্সীর কাছ থেকে সংগ্রহ করা জরিমানার ২ লাখ টাকা রবিবারের মধ্যে পরিবেশ অধিদফতরে মহাপরিচালকের কাছে ভরাটকারীকে (আরিফুর রহমান) জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে খালটিকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য নির্দেশ দেয়া দেয়া হয়েছে।

এছাড়া সরেজমিন মাপজোক করে খালের অন্যান্য জমি উদ্ধার করে সরকারের দখলে আনা এবং একটি বাস্তবায়ন প্রতিবেদন আগামী এক মাসের মধ্যে প্রদানের জন্য মুন্সীগঞ্জ সদরের ইউএনও এবং উপজেলা ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। বিদ্যালয়ের সীমানা নির্ধারণ করে ফলজ বৃক্ষ রোপণ এবং পরিবেশ অধিদফতরের পূর্ব অনুমতি ছাড়া জলাশয় ভরাট না করার জন্য ১১ নং কোর্টগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে নির্দেশ দেয়া হয়েছে। মনিটরিং এ্যান্ড এনফোর্সমেন্ট পরিচালক আলমগীরের দেয়া এ আদেশে আরও বলা হয়েছে- এ ভরাটে পানির প্রাকৃতিক পানি প্রবাহ বাধাগ্রস্তসহ জলজ জীববৈচিত্র্যের অপূরণীয় ক্ষতি হয়েছে। উল্লেখ্য, এ বিষয়ে দৈনিক জনকণ্ঠের বুধবারের সংখ্যায় একটি প্রতিবেদন প্রকাশ হয়।

জনকন্ঠ

Leave a Reply