গজারিয়া থানায় দুই ওসি নিয়ে বিড়ম্বনা

বৃহস্পতিবার মুন্সীগঞ্জের গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গির হোসেনকে প্রত্যাহার করে তারস্থলে এম এ কাইয়ুম নামের অপর এক কর্মকর্তাকে পোস্টিং দেওয়া হলেও শনিবার বিকেল পর্যন্ত দায়িত্ব হস্তান্তর করা হয়নি।

এ অবস্থায় শুক্রবার থেকে শনিবার পর্যন্ত দুইদিন ধরে গজারিয়া থানায় দুই ওসি একই পদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে থানায় অবস্থান করায় বিড়ম্বনা সৃষ্টি হয়েছে।

এদিকে, দায়িত্ব হস্তান্তর না করার বিষয়টি নতুন যোগদান ওসি এম এ কাইয়ুম পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে মৌখিকভাবে অবহিত করেছেন।


জানা গেছে, ওসি পদে দুই পুলিশ কর্মকর্তা দুইদিন ধরে গজারিয়া থানায় অবস্থান করায় থানায় কর্মরত অপর পুলিশ কর্মকর্তারা পড়েছেন বিপাকে। তারা ক‍ার নির্দেশনা পালন করবেন বুঝতে পারছে না। এ অবস্থায় থানার স্বাভাবিক কার্যক্রমে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়েছে।

গত বছরের ২৪ ডিসেম্বর কর্মরত ওসি শহীদুল ইসলামকে সরিয়ে তাৎক্ষাণিক নির্দেশে মো. জাহাঙ্গির হোসেন গজারিয়া থানায় ওসি পদে যোগদান করেন। এর ছয় মাসের মাথায় একই কায়দায় গত ২৮ জুন রাতে জাহাঙ্গির হোসেনকে লাইনওয়ারে প্রত্যাহার করে এম এ কাইয়ুম নামের এক পুলিশ কর্মকর্তাকে পোস্টিং দেওয়া হয়।

গজারিয়া থানায় ওসি পদে নতুন যোগদানকারী পুলিশ কর্মকর্তা এম এ কাইয়ুম বাংলানিউজকে জানান, কর্তৃপক্ষের নির্দেশে তাকে গজারিয়া থানার ওসি হিসেবে পোস্টিং দেওয়া হয়। নির্দেশনা পেয়ে তিনি শুক্রবার দুপুরে গজারিয়া থানায় যোগদান করলেও শনিবার পর্যন্ত ওসি জাহাঙ্গির হোসেন দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না।

এ ব্যাপারে ওসি জাহাঙ্গির হোসেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি দ্রুত নিরসনের চেষ্টা চলছে। তবে প্রত্যাহার নয়, জাহাঙ্গির হোসেনকে বদলি করা হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply