অবৈধভাবে বালু ভরাটের কারনে খালের পানি প্রবাহ বন্ধ হয়ে পড়ার অভিযোগে মুন্সীগঞ্জে ভূমিদস্যু সিন্ডিকেটকে ২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।এছাড়া কোর্টগাঁও-গনকপাড়া খালের ভরাটকৃত বালু সরিয়ে নিয়ে খালটি পুন:উদ্ধারের নির্দেশ দিয়েছে ওই অধিদপ্তর। শনিবার জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক সোনিয়া সুলতানা জানান, শহরের ভূমিদস্যু, শহর ব্যবসায়ী সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা আরিফুর রহমান গংয়ের ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত ২৭ জুন এ নিয়ে জেলা পরিবেশ অধিদপ্তরে শুনানী হয়। শুনানী শেষে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং বিভাগের পরিচালক মো. আলমগীর ভূমিদস্যু ওই গংকে ২ লাখ জরিমানা করেন।
আগামীকাল রবিবারের মধ্যে জরিমানার এই ২ লাখ টাকা পরিশোধের সময় বেঁধে দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে শহরের কোর্টগাঁও এলাকার বাসিন্দা ভূমিদস্যু আরিফুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, পৈত্রিক জায়গা বালু ভরাট করেছি। যে খালের কথা বলা হচ্ছে, তা আমাদের বাপ-দাদার সম্পত্তি। আমাদের নিচু জায়গা আমরা বালু ভরাট করেছি।
ঢাকা নিউজ এজেন্সি
Leave a Reply