রাহমান মনি
টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। দূতাবাস মিলনায়তন কেন্দ্রে ১৬ জুন ২০১৩ প্রথম ক্লাস নেয়ার মাধ্যমে এই সংস্কৃতি কেন্দ্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
দূতাবাসের দ্বিতীয় সচিব শাহনাজ রানু বাংলা ভাষা শিক্ষার উপর প্রথম ক্লাসটি নেন। এই সময় রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন সস্ত্রীক হেড অব দি চ্যান্সারি মাসুদুর রহমান এবং দূতাবাসের অন্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন প্রবাসী মিডিয়াকর্মীও।
প্রথম দিনের ক্লাসে শিক্ষার্থীদের মধ্যে সিফাত জসীম, জয়া জসীম, রাজিন জসীম, সুহিনা বড়–য়া, এরিনা হোসেন, রিউকু, দাইইচি, অংকি নন্দী এবং সোহান নন্দী উপস্থিত ছিলেন। এই দিন স্বরবর্ণ শিক্ষা দেয়া হয়। এ ছাড়াও ‘বিউটি অব বাংলাদেশ’ প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং সবশেষে বাংলাদেশের জাতীয় সঙ্গীত শিখানো (চর্চা) হয়। তবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ছিল ভুলে ভরপুর। জাপানিজ ভাষায় উচ্চারণ তো বটেই এমন কি বাংলা ভাষায় মূল গানটির কথাও বদলে যায়। রবীন্দ্রনাথ বেঁচে থাকলে কি করতেন জানা না থাকলেও জাতীয় সঙ্গীত নির্বাচিত হবার পর যে এ ভুল অমার্জনীয় সেদিকে মাননীয় রাষ্ট্রদূত মনোযোগী হবেন বলে আশা রাখি। কারণ তাঁরই সদিচ্ছায় এ উদ্যোগ।
৭ থেকে ১২ বছর বয়সের শিশুদের নিয়ে আনন্দঘন পরিবেশে দুই ঘণ্টার কর্মসূচি হাতে নিয়েছে দূতাবাস। প্রতি মাসের প্রথম রোববার এ কর্মসূচি চালু থাকবে। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ কর্মসূচি ২টি ভাগে ভাগ করে শিক্ষা দেয়া হবে শিশুদের। প্রথম ভাগে বাংলা ভাষা শিক্ষার ব্যাপারে উৎসাহিত করা হবে। এতে থাকবে অক্ষর জ্ঞান ও লিখন, ছড়া, গল্প বলা ইত্যাদি। ২০ মিনিটের বিরতি শেষে দ্বিতীয় ভাগে থাকবে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করানো। এতে থাকবে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতির (খাদ্য, পোশাক, শিল্প…) উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী। এ ছাড়াও এ পর্বে থাকবে গান, নাচ, আবৃত্তি, ছবি আঁকা এবং বিভিন্ন উৎসব। যেমনÑ পহেলা বৈশাখ, স্বাধীনতা দিবস, শহীদ দিবস, বিজয় দিবস… উদযাপনে উপযুক্ত করে গড়ে তোলা। শিশুদের উপহার দেয়াও কর্মসূচির একটি অংশ।
নিঃসন্দেহে এটি একটি মহতী উদ্যোগ। খোঁজ নিয়ে জানা যায়, রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের একান্ত ইচ্ছায় এই উদ্যোগ হাতে নেয়া হয়েছে। রাষ্ট্রদূত জানান জাপানে বসবাসরত বাংলাদেশিরা অনেকেই পরিবার পরিজন নিয়ে রাজধানী টোকিও এবং তার আশপাশের জেলাগুলোতে বসবাস করছেন। অনেক ক্ষেত্রে শিশুদের মায়েরা জাপানিজ। শিশুরা এখানে যে পরিবেশে বেড়ে উঠছে সেখানে বাংলা ভাষা, বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও সংস্কৃতি সম্বন্ধে জানবার সুযোগ মেলে না। বর্তমানে জাপানে এমন কোনো স্কুল বা প্রতিষ্ঠান নেই যেখানে শিশুরা এসব জানতে পারে, জেনে গর্বিত হতে পারে। জাপান-বাংলাদেশের মধ্যে সেতুবন্ধন তৈরি করার লক্ষ্যে এ উদ্যোগ দূতাবাসের। আমরা এমন ব্যবস্থা নেব যাতে করে শিশুরা উৎসাহিত হয়ে বাবা-মাকে প্রেসার দেবে এখানে নিয়ে আসার জন্য। সেই হিসেবে রাষ্ট্রদূত কিছুটা সার্থক বলা যায়। কারণ প্রথম দিনই এরিনা হোসেন বলে, এখানে এসে সে খুব খুশি এবং ভবিষ্যতেও আসার আশা রাখে। তবে অভিভাবকরা যদি একটু সচেষ্ট না হন, শিশুদের নিয়ে না আসেন তা হলে অচিরেই এই উদ্যোগ মুখ থুবরে পড়বে। কারণ এর আগেও স্বরলিপি কালচারাল একাডেমি এবং প্রবাসী কল্যাণ সমিতি এমন উদ্যোগ নিয়েছিলেন। অভিভাবকদের অসহযোগিতায় আশার আলো দেখতে পায়নি। যদিও স্বরলিপি এখনও চেষ্টা করে যাচ্ছে।
rahmanmoni@gmail.com
সাপ্তাহিক
Leave a Reply