মুন্সীগঞ্জ সদর উপজেলায় এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে ধর্ষক কাদির মিয়ার (২৭) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে ধর্ষিতা নিজেই বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এদিকে, ঘটনার পর থেকেই ধর্ষক কাদির মিয়া পলাতক রয়েছে। কাদির মিয়া উপজেলার আধারা ইউনিয়নের কালীরচর গ্রামের আইনদ্দিন মিয়ার ছেলে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে সদর উপজেলায় বাংলাবাজারে ইউনিয়নের হতদরিদ্র পরিবারের ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে অন্যত্র নিয়ে গিয়ে ধর্ষণ করে লম্পট কাদির মিয়া। বিষয়টি জানাজানি হয়ে গেলে গ্রাম থেকে পালিয়ে যায় ধর্ষক কাদির।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, কাদিরকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply