পাওনা টাকার দাবিতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক বিএনপির নেতার বাড়ি ঘেরাও করেছে ভুক্তভোগীরা। বুধবার বিকেলে টঙ্গীবাড়ি উপজেলার চাঠাতিপাড়া গ্রামের জেলা বিএনপির সদস্য শেখ আজহার হোসেনের বাড়ি ঘেরাও করে ভুক্তভোগীরা। এ সময় অভিযুক্ত বিএনপি নেতা আজহার ঢাকায় অবস্থান করছিলেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরে স্থানীয় মেম্বার জাহাঙ্গীর হোসেন এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন। আগামী সোমবার টাকা পরিশোধ করার প্রতিশ্রুতি দিলে ঘেরাও করা লোকজন ফিরে যায়। ভোক্তভোগী ফারুক মাঝি জানান, শেখ আজহার তার গ্রামের বাড়িতে ভবন তৈরি করার সময় তার কাছ থেকে রড ও সিমেন্ট বাকিতে আনেন। এছাড়া আরো ৫-৬ জনের কাছ থেকে ইট ও বালু বাকি এনেছেন। গত ১ বছর আগে এ সব মালামাল বাকিতে আনলেও সে টাকা দেই দিচ্ছি বলে ঘুরাতে থাকে।
ঢাকা নিউজ এজেন্সি
Leave a Reply