মুন্সীগঞ্জ সদরের প্রাথমিক সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। টিআইবি ও মুন্সীগঞ্জ সনাকের আয়োজনে কৃতি-শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমীতে এক অনুষ্ঠানের মাধ্যমে ২০১২ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ১৬৯ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা প্রদান করা হয়। বৃৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে ক্রেস্ট ও সম্মনানা পত্র প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংরক্ষিত নারী আসনের এমপি মমতাজ বেগম। জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি খালেদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর সহকারি কমিশনার (ভূমি) লাবনী চামকা, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, সরকারি হরগঙ্গা কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক প্রবীর কুমার গাঙ্গুলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন, সনাক-মুন্সীগঞ্জের এরিয়া ম্যানেজার সৈয়দা সবনম মোস্তারী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সনাক সদস্য ছাবেরা আক্তার ছবি।
ঢাকা নিউজ এজেন্সি
Leave a Reply