গাজীপুরের ফলাফলে উজ্জীবিত মুন্সীগঞ্জ বিএনপি

মোজাম্মেল হোসেন সজল: দেশের বড় চারটি সিটি করপোরেশনের পর গাজীপুরেও ১৮ দল সমর্থিত প্রার্থী বিজয়ী হওয়ায় উজ্জিবিত হয়ে উঠেছে মুন্সীগঞ্জ বিএনপি । তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলেও এমন চমক আসবে বলে এখন আশাবাদী।


ধারাবাহিক এ জয়ের কারণে রাজনীতির মাঠে সাহস ও মনোবল নিয়ে কাজ করতে মাঠ পর্যায়ের কর্মীরা উৎসাহী হবে বলে স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা মনে করছেন। তারা বলছেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদের বেফাঁস মন্তব্যকে গাজীপুরবাসী মেনে নেয়নি। দ্বিতীয় গোপালগঞ্জও হতে দেয়নি গাজীপুরবাসী। তারা মনে করেন, এ নির্বাচনের মধ্য দিয়ে প্রমান হয়েছে আগামীতে গোপালগঞ্জেও আওয়ামীলীগকে ধরাশয়ী করে দেবেন সেখানকার জনগণ। কেননা সারাদেশের জনগণ জেগে উঠেছে আওয়ামী লীগ তথা ১৪ দলীয় সরকারের বিরুদ্ধে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা বলেন, দেশের জনগণ আওয়ামী লীগ সরকারকে লাল কার্ড দেখাচ্ছে। নিজ কেন্দ্রেই আওয়ামী লীগ প্রার্থীরা পরাজিত হচ্ছে। মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবদুল হাই বলেন, তোফায়েল আহমেদ গাজীপুরকে দ্বিতীয় গোপালগঞ্জ বলে আখ্যায়িত করেছেন। তোফায়েল আহমেদের সে মন্তব্যই প্রমাণ করে-এখন গোপালগঞ্জেও তাদের অবস্থান নেই। গোপালগঞ্জের জনগণ এখন আর তাদের ভোট দেবেন না। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মীর সরফত আলী সপু বলেন, এ বিজয়ে বিএনপির কোন কৃতিত্ব নেই। আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটের সকল অন্যায়-অবিচার ও ইসলামের উপর আঘাত করার জবাব দিয়েছেন গাজীপুরের জনতা। এ বিজয় জনগণের, গাজীপুরবাসীর।


বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহ-প্রচার সম্পাদক মহিউদ্দিন খান মোহন বলেন, পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচনের ফলাফল প্রমাণ করে- জনগণের মধ্যে এ সরকারের ন্যূনতম গ্রহণযোগ্যতা নেই। তাদের জনপ্রিয়তা একেবারে নিচে নেমে গেছে। তার সর্বশেষ প্রমাণ গাজীপুরের নির্বাচন। আর জনগণের রায় আওয়ামী লীগের বিপক্ষে চলে যাওয়ায় জনগণ এখন বিএনপি তথা ১৮ দলের পক্ষে রয়েছে। এখন জনগণের রায়ের কথা বিবেচনা করে এ সরকারের উচিত অনতিবিলম্বে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়া। মুন্সীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও মুন্সীগঞ্জ পৌর মেয়র এ, কে, এম ইরাদত মানু বলেন, দেশের পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচনে পরাজয় প্রমাণ করে আওয়ামী লীগ অন্ধকার দলে পরিণত হয়েছে। তাদের প্রতি জনগণ অনাস্থা এনেছে। গাজীপুর নির্বাচনের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনেও সারাদেশে আওয়ামী লীগের ভরাডুবি হবে প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয় টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি খান মনিরুল মনি পল্টন ও সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন বলেন, সর্বশেষ গাজীপুরের নির্বাচন প্রমান করেছে-এ সরকার ব্যর্থ সরকার। সেখানে সরকারি প্রভাব না থাকলে আরো বেশি ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী এম এ মান্নান জয়ী হতেন বলে তারা মনে করেন। শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মমিন আলী ও সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বলেন, গাজীপুর নির্বাচন আরেক বার প্রমান করলো দেশের মানুষ নীরব ভোট বিপ্লবে বিশ্বাসী। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও দেশের জনগণ আওয়ামী লীগকে এমন জবাব দেবেন। যা ঠেকানোর শক্তি আওয়ামী লীগ তথা ১৪ দলের থাকবে না।

জাস্ট নিউজ

Leave a Reply