ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। মেঘনা সেতুর ঢালে মালবাহী কাভার্ডভ্যানের চাকা ফেটে উল্টে পড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে।
রোববার সকাল ১০টার দিক থেকে এ ঘটনা ঘটে।
ভবেরচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, মেঘনা সেতুর ঢালে উল্টে পড়া কাভার্ডভ্যান সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালানো হচ্ছে। দুর্ঘটনাটি সেতুর ঢালে হওয়ায় যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
তিনি আরও জানান, যেহেতু উল্টে পড়া কাভার্ডভ্যানটি মালবাহী তাই হাইড্রলিক রেকার ছাড়া এটি সরানো সম্ভব নয়। হাইড্রলিক রেকার ঘটনাস্থলে আনার জন্য সংশ্লিষ্টদের খবর দেওয়া হয়েছে।
রেকার ঘটনাস্থলে পৌঁছালে কাভার্ডভ্যানটি সরনোর পরই যানবাহন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply