জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে গণমাধ্যম ব্যক্তিদের সাথে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এটি গণমাধ্যম ব্যক্তি না ক্যামেরা পারসনদের সঙ্গে মতবিনিময় সভা এ প্রশ্নের উত্তরও মেলেনি। সোমবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার ‘গণমাধ্যম ব্যক্তিদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়’ শিরোনাম ব্যানারে সভা হয়। এ সম্মেলনে ৮জন ক্যামেরা পারসন ও ১জন স্থানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন। সম্মেলনে জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল সভাপতিত্ব করেন। এছাড়াও উপস্থিত ছিলেন-জেলা মৎস্য কর্মকতা মো. আমিনুল ইসলাম ও সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশেদউজ্জামান। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করেন। এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকতা মো. আমিনুল ইসলামের সেলফোনে কয়েকবার চেষ্টা করেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশেদউজ্জামান এ বিষয়ে বলেন, এ অনুষ্ঠানটি হঠাৎ করে করতে হয়েছে। রোববার রাতে মুন্সীগঞ্জ প্রেসক্লাবে গিয়ে দাওয়াতপত্র দেয়া হয়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল বলেন, ক্যামেরা পারসনদের নিয়েতো সংবাদ সম্মেলন করা যায় না। তিনি আরো বলেন, জেলা মৎস্য কর্মকর্তা গত ৩-৪ দিন আগে অনুষ্ঠান সম্পর্কে আমাকে কনফার্ম করেছেন। সব সাংবাদিকদের আলাদাভাবে চিঠি দেয়া হয়েছে বলেও মৎস্য কর্মকর্তা তাকে অবহিত করেছেন বলে তিনি দাবি করেন।
ঢাকা নিউজ এজেন্সি
Leave a Reply