মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা এমপি বলেছেন, দেশে ও জাতির অগ্রগতির জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যেই দেশে বৈপ্লিবিক উন্নয়ন সাধিত হয়েছে।
সোমবার গজারিয়া উপজেলা মিলনায়তনে স্থানীয় কর্মকর্তা জনপ্রতিনিধি ও নেতৃস্থানীয়দের সাথে মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন।
ইউএনও কামরুন্নাহারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আরও বক্তব্য রাখেন শিক্ষাবীদ হাফিজ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সলেমান দেওয়ান, ইউপি চেয়ারম্যান সফিউল্লাহ, শাহজাহান খান, মনিরুল হক মিঠু, মোজাম্মেল হক খোকন, মো. জিন্নাহ খান প্রমুখ।
পরে প্রধান অতিথি ভাটেরচর ডিএ মান্নান উচ্চ বিদ্যালয় ও ভবেরচরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
মুন্সীগঞ্জ নিউজ
Leave a Reply