পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় প্রচণ্ড স্রোতের কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। নৌরুটে চলাচলরত ডাম্প ফেরিগুলো এখন গন্তব্যে যেতে ৩০ থেকে ৪০ মিনিট সময় বেশি লাগায় যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক এস এম আশিকুজ্জামান বাংলানিউজকে জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রতিদিনই পদ্মায় পানি বৃদ্ধি পাচ্ছে। এছাড়া স্রোতের তীব্রতাও বৃদ্ধি পেয়েছে।
তিনি জানান, গত দুই দিন ধরে স্রোতের তীব্রতার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে চলাচলরত ডাম্প ফেরিগুলো চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এর ফলে মাওয়া ঘাট থেকে কাওড়াকান্দি ঘাটে যেতে ৩০ থেকে ৪০ মিনিট সময় বেশি লাগছে।
এদিকে, সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর মাওয়া ও ভাগ্যকুল পয়েন্টে ১২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে পদ্মায় পানি বৃদ্ধির ফলে মাওয়া ও আশপাশের এলাকায় আবারও নদী ভাঙনের সম্ভাবনা দেখা দিয়েছে। ইতোমধ্যে নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে শুরু করেছে।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply