গোলাম আযমের ফাঁসির রায়ের দাবিতে আওয়ামী লীগ-ছাত্রলীগের বিক্ষোভ

জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে আদালতের দেওয়া রায় প্রত্যাখান করে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামীলীগ। সোমবার দুপুরে শহরের পুরাতন কাচারী এলাকার জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গন থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের জুবলী রোড ও থানারপুল চত্বর হয়ে সদর রোড ঘুরে পুরাতন কাচারী চত্বরে গিয়ে শেষ হয়। পরে পুরাতন কাচারীতে রায়ের বিরুদ্ধে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন- শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন নান্নু, জেলা যুবলীগের যুগ্ন-সাধারণ সস্পাদক সাইফুল বিন সামাদ শুভ্র, সাবেক ভিপি মাহমুদ রিয়াদ, জেলা ছাত্রলীগের সভাপতি আশাদুজ্জামান সুমন প্রমুখ।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply