রাজধানীতে যুবলীগ কর্মী খুন

রাজধানীর মিরপুর মনিপুরী পাড়ায় বাসা থেকে ডেকে নিয়ে জহিরুল ইসলাম বাবু (৩৪) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বাবু ১৩ নং ওয়ার্ড যুবলীগের কর্মী ছিলেন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে খুন করা হয়।

নিহতের বড়ভাই কাজী তাজুল জানান, বাবুকে বাসা থেকে ডেকে তালতলা মসজিদের পাশে নিয়ে চিহ্নিত সন্ত্রাসী এমদাদুল হক ওরফে গন্ডার, মনির ও শহীদুল্লাহ ধারাল অস্ত্র দিয়ে কোপায়। পরে তাকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে প্রথমে স্থানীয় গ্যালাঙি হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থার অবনতি হলে দুপুরে শমরিতা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তাজুল দাবি করেন, এমদাদুল এক ব্যক্তিকে ছুরিকাঘাত করলে বাবু তা পুলিশে জানায় এবং তাকে ধরিয়ে দেয়। এজন্যই বাবুকে হত্যা করা হয়েছে।

মিরপুর থানার ওসি সালাউদ্দিন জাস্ট নিউজকে বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

নিহত বাবু মুন্সীগঞ্জের কাজী সিরাজুল ইসলামের ছেলে।

জাস্ট নিউজ

Leave a Reply