কমছে পদ্মার পানি!

গত ৭২ ঘন্টা ধরে মুন্সীগঞ্জের পদ্মায় পানি হ্রাস অব্যাহত রয়েছে। শনিবার ভাগ্যকুল পয়েন্টে বিপদসীমার মাত্র ২ সে.মি. নীচে প্রবাহিত হলেও রোববার থেকে মঙ্গলবার দুপুর ১২ টা পর্যন্ত ৭২ ঘন্টায় ১৩ সেন্টিমিটার পদ্মার পানি হ্রাস পেয়েছে। একইসাথে গত ৭২ ঘন্টায়মা ওয়া পয়েন্টে কমেছে ৩০সেন্টিমিটার। ভাগ্যকুল পানি উন্নয়ন বোর্ড ও মাওয়া বিআইডব্লিউটিএ এসব তথ্য নিশ্চিত করেছেন।


সংশি¬ষ্ট সূত্র জানায়, উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে গত এক সপ্তাহ অগে প্রমত্ত্বা পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত ছিল। এতে করে নদীতীরবর্তী বেশকিছু এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ে। এছাড়া পদ্মায় প্রচন্ড স্রোতের কারণে মাওয়া কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচলে দেখা দেয় অচলাবস্থা। কিন্তু গত ৭২ঘন্টায় শ্রীনগর উপজেলার ভাগ্যকুল পয়েন্টে ৬.২৮ মিটার থেকে ১৩ সেন্টিমিটার পানি হ্রাস পেয়ে ৬.১৫মিটার ও মাওয়া পয়েন্টে ৫ দশমিক ৭৭মিটার থেকে ৩০সেন্টিমিটার হ্রাস পেয়ে ৫ দশমিক ৪৭ মিটারে পানি প্রবাহিত হচ্ছে।এতে করে অব্যাহতভাবে হ্রাস পাচ্ছে পদ্মার পানি ।

ঢাকা নিউজ এজেন্সি

Leave a Reply