গজারিয়ায় জামায়াত কর্মী আটক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মনাইকান্দি গ্রাম থেকে জামাল হোসেন (৩৭) নামে জামায়াতের এক কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১২টার দিকে তাকে আটক করা হয়।

জামাল হোসেন মনাইকান্দি গ্রামের বারেক মিয়ার ছেলে।


গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে, গ্রামবাসীর কাছ থেকে পাওয়া এমন খবরের ভিত্তিতে রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে জামাল হোসেনকে আটক করা হয়।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে গজারিয়া থানায় মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর
==============

গজরিয়ায় গ্রেপ্তারকৃত জামাল জামায়াত সমর্থক নয়!

মুন্সীগঞ্জের গজারিয়ায় জামাল হোসেন (৩৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তারের পর কেউ কেউ জামায়াতে ইসলামীর সমর্থক বললেও পুলিশ তা স্বীকার করেননি। সোমবার রাত ৮ টার দিকে গজারিয়া উপজেলার মনাইকান্দি গ্রাম থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করেন। মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গজারিয়া থানার সেকেন্ড অফিসার মো. হাসিমউদ্দিন জানান, জামাল হোসেনকে একটি মারামারির মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত জামাল স্থানীয় জামায়াতের ইসলামী কর্মী বা সমর্থক কিনা- তা তার জানা নেই বলে জানান। তবে, গজারিয়া থানার একটি মারামারি মামলা আসামি হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি দাবি করেন।

ঢাকা নিউজ এজেন্সি

Leave a Reply