মুন্সীগঞ্জে শতাধিক গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন

রমজান মাসেও গ্রিড বিপর্যয়ে মুন্সীগঞ্জের দু’টি পৌরসভার কয়েক হাজার গ্রাহককে দুর্ভোগ পোহাতে হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত পৌর নাগরিকদের নানা ভোগান্তি পোহাতে হয়। মুন্সীগঞ্জ পৌরসভা, মিরকাদিম পৌরসভা ও সদরের ৯ টি ইউনিয়নের শতাধিক গ্রাম এ বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে কবলে পড়ে। এছাড়াও, রমজান মাসের শুরু থেকেই ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং চলছে জেলা জুড়ে।


মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. আকমল জানান, মিরকাদিম গ্রিডে ৩৩ কেভি সঞ্চালন লাইনের একটি অংশ বিকল হয়ে পড়লে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। এতে মুন্সীগঞ্জ ও মিরকাদিম পৌরসভাসহ সদরের চরাঞ্চলের মোল্লাকান্দি, শিলই, বাংলাবাজার, আধারা, পঞ্চসার, মহাকালী, বজ্রযোগিনী ও রামপাল ইউনিয়নের গ্রামগুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এদিকে, বিদ্যুৎ না থাকায় শহর-শহরতলীতে তীব্র পানি সঙ্কট দেখা দেয়। বাসা-বাড়িতে গৃহিণীরা রান্না-বান্নার কাজে পড়েন মহাদুর্ভোগে।

ঢাকা নিউজ এজেন্সি

Leave a Reply