চরমুক্তারপুর এলাকায় ডাকাত গ্রেফতার

মুন্সীগঞ্জে তালিকাভুক্ত আন্ত:জেলা ডাকাত দলের সদস্য আলমগীর সরদারকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টায় শহরের উপকন্ঠ চরমুক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সে শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকায় জব্বারের বাড়ির ভাড়াটিয়া।


গ্রেফতারকৃত ডাকাত আলমগীর সরদার ভোলা সদরের কাঠের হাটের সালতানি গ্রামের মৃত ইব্রাহিম সরদারের ছেলে বলে জানা গেছে।

সদর থানার (এসআই) মো. মামুন জানান, গ্রেফতারকৃত আলমগীরে সরদার শহরের মাঠপাড়া এলাকার হোসেনা আরা বেগমের বাড়িতে সংঘটিত ডাকাতি মামলার সন্দেহজনক আসামি ছিলেন। আলমগীরের বিরুদ্ধে ডাকাতির ঘটনায় সদর থানায় একাধিক মামলা রয়েছে। সে একটি ডাকাতি মামলায় দীর্ঘ ৮ বছর জেল হাজতে আটক ছিল।

শীর্ষ নিউজ

Leave a Reply