কালো বিড়াল – রাহমান মনি

লোকে বলে কালো বিড়াল
নাম হলো তার সুরঞ্জিত,
রেলের টাকা খেতে গিয়ে
হয়ে গেল উল্টো চিত।

এতোদিন সে ছুড়েছিল
অন্যের প্রতি তীর,
ঘুষ নামের কেলেংকারী
করলো এসে ভীড়।


ভীষন রকম বাকপটু সে
জুড়ি মেলা ভার,
ভাবটা যেন তেমন কিছু
হয়নি মোটেই তার।

যথারীতি দোষ চাপালো
অন্য দলের ঘাড়ে,
সাধ্যটা নেই তার ক্ষমতার
ভাগ বসাতে পারে।

পদত্যাগ করেও পেল
দফতর বিহীন পদ,
চটাং চটাং কথা বলে
কেউ করে না রথ।


ধরছে না যে জোড়ছে টেনে
টুরবী কথার লাগাম,
ক্ষমতা ছাড়ার পরে তাকে
দিতেই হবে দাম।

দফতর বিহীন হয়েও সে
চালছে যে কুট চাল,
রেলের ঘুষ ধরা খেয়ে
হলো কালো বিড়াল।।

টোকিও
ফেব্রুয়ারী, ২০১৩

Leave a Reply