সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা: মাদক নিয়ে আলোচনা

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় মুন্সীগঞ্জের সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা জানান, মাদক ব্যবসায়ীরা গ্রেপ্তার হচ্ছে ঠিক। কিন্তু তারপরেও মাদক ব্যবসা কমছেনা। রামপাল ইউনিয়নে মাদক ব্যবসা আরও বৃদ্ধি পেয়েছে।

সভায় বক্তারা বলেন, ইদানিং মাদকাসক্তদের উৎপাত বেড়ে গেছে। তারা মানুষের বাড়ি বাড়ি থেকে মোবাইল ফোন, ল্যাপটপের মত মুল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে।

ঈদ মার্কেটেও যাতে ওই সকল মাদকাসক্তরা যাতে মার্কেটে আসার ক্রেতাদের কাছ থেকে কোন মোবাইল ফোন, টাকা পয়সা ছিনতাই করতে না পারে সেই দিকে পুলিশ প্রশাসনের আরও সতর্ক থাকতে বলেন।


সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারাবান তাহুরার সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আনিছুজ্জামান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তানভীর হাসান, জেলা কৃষকলীগের সভাপতি মহসিন মাখন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদের, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামছুল কবির মাষ্টার, রামপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন পুস্তি, বজ্রোযোগিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোতা মিয়া মুন্সী, মহাকালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনা মিয়া বেপারী, আধারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো, রিপন, শিলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিটন, চরকেওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জীবন প্রমুখ।

এর আগে সদর উপজেলা সন্ত্রাস ও নাশকতা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ নিউজ

Leave a Reply