স্রোতের তীব্রতায় মাওয়ায় ফেরি চলাচলে বিঘ্ন

গত দুইদিনের টানা বৃষ্টির ফলে পদ্মায় স্রোতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। এই নৌরুটে চলাচলরত ফেরিগুলোকে ঘাটে নোঙর করতে কমপক্ষে ৪০ থেকে ৫০ মিনিট সময় বেশি ব্যয় হচ্ছে।

এতে যাত্রীদের সময় অপচয়ের পাশাপাশি যানবাহন লোড-আনলোডে বেশি সময় ব্যয় হওয়ায় জ্বালানি খরচসহ নৌরুটের উভয়ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।


বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক এসএম আশিকুজ্জামান বাংলানিউজকে জানান, দফায় দফায় বৃষ্টি ও বাতাসের তীব্রতায় পদ্মায় স্রোত বৃদ্ধি পেয়েছে। স্রোতের কারণে ফেরিগুলোকে ঘাটে নোঙর করতে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগায় পারাপারারের অপেক্ষায় থাকা যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান জানান, নৌরুটের মাওয়া প্রান্তের চেয়ে কাওড়াকান্দি প্রান্তে যানবাহনের চাপ বেশি।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply