অবশেষে মুক্তারপুর নৌ ফাঁড়ির ইনচার্জ প্রত্যাহার!

বিশেষ আপডেট
মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমানকে অবশেষে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের সাথে বিশেষ সখ্যতা ও মাদক সেবনের অভিযোগ রয়েছে। এর প্রতিবাদ করলেই তাকে পেন্ডিং মামলার আসামী বানিয়ে ফাসিয়ে দেয়া হয়। এসব অভিযোগের কারণেই তাকে এই ফাঁড়ি থেকে প্রত্যাহার করে অন্য জেলায় বদলী করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম মুক্তারপুরের ক্রাউন সিমেন্ট এলাকার মাদক বিক্রেতা নাজির ইসলাম, নূর ইসলাম, সাইক্কা, মাদক বিক্রেতা স্বপনের স্ত্রী ফাতেমা আক্তার ফাতু ও শাহ সিমেন্ট এলাকার ফারুকসহ মাদক বিক্রেতাদের সাথে তার বিশেষ সখ্যতা ছিল। তার সহযোগিতায় মাদকের সিন্ডিকেটরা এখানে রমরমা ব্যবসা চলাছিল। দীর্ঘ দিন ধরে একই স্থানে ও একই স্টেশনে থেকে স্থানীয়ভাবে সে নানা বিশেষভাবে প্রভাব সৃষ্টি করে। এতে অবৈধ রোজগারের অঙ্ক আরও বেড়ে যায়। নানা অভিযোগের কারণে ইতোমধ্যে তাকে মুন্সীগঞ্জ আদালতে বদলী করা হয়। কিন্তু টাকার জোরে সে আবার মুক্তারপুর ফাঁড়িতে বদলী হয়ে সেই মাদক সিন্ডিকেটদের সাথে ব্যবসায় প্রভাব বিস্তার করে।

পুলিশের বিশ্বস্ত সূত্র জানায়, অভিযোগ রয়েছে-এই শিল্পাঞ্চলের মাদকব্যবাসীদের টাকাই নাকি তার এই বাদলী কাটানো হয়েছে। মুক্তারপুর নৌ ফাঁড়ির ইনচার্জ মিজানের বিরুদ্ধে নৌপথে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। সে রাতে নৌপথে চলাচল নিষিদ্ধ বালুবাহী বাল্গহেট গুলোকে টাকার বিনিময়ে চলাচলের সুযোগ করে দেয়া হয়। আর নৌযান গুলোকে হয়রানি করা হয় অহরহ। সে নৌ টহলের নামে একটি ছৈওয়ালা ট্রলার নিয়ে অনবরত চাঁদাবাজি করে। অভিযোগ রয়েছে উঠেছে কোন কোন নৌযান চাঁদার টাকা দিতে না পারলে ডিজেল এমনকি নৌযানের মালামাল পর্যন্ত জোরপূর্বক রেখে দেয়া হয়।


তাঁর মদদেই কাঠপট্টির কাছে ধলেশ্বরী-বুড়িগঙ্গা মোহনায় নতুন করে চাঁদাবাজদের দাপট বেড়েছে। এই ফাঁড়ি ইনচার্জের ছত্রছায়ায় ধলেশ্বরী ও আশপাশের নৌপথটিতে এখন চাঁদাবাজদের দাপটও বেড়ে গেছে। অভিযোগ রয়েছে নিদিষ্ট পরিমান মাসোহারা দিয়ে নৌপথে চাঁদাবাজরা এখন সক্রিয়।

এছাড়া সাধারণ মানুষ নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। এসব কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী ঢাকার অতিরিক্ত ডিআইজির কাছে লিখিত অভিযোগ করেছে। নাম না বলার শর্তে এলাকাবাসীরা জানান, এস.আই মিজানের কর্মকান্ডে এলাকার মানুষ অতিষ্ট হয়ে উঠে। তিনি অসহায় লোকদের ধরে বিভিন্ন মাদকের মামলা দিয়ে হয়রানি করেন। নিরীহ মানুষদের মাদক বিক্রেতা বলে চালান দিয়ে আসল মাদক বিক্রেতাদের আড়াল করে রাখেন। অসহায় দিন শ্রমিকদের ধরে এনে টাকা আদায় করে ছেড়ে দেন। আর যারা টাকা দিতে না পারে, তাদেরকে মাদক ও বিভিন্ন মামলা দিয়ে কোর্টে চালান করে দেয়ার অভিযোগতো রয়েছেই।

মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধের এসব ভিযোগ সঠিক নয়, মিথ্যা ও বানোয়াট । মিথ্যা অভিযোগ এনে আমাকে এই ফাঁড়ি থেকে সড়ানোর চেষ্টা করা হচ্ছে। কেন এসব করা হচ্ছে তা আমার জানা নেই। আর আমি কখনো মাদক সেবন করিনি বরং এলাকাবাসীর সহযোগিতায় প্রতিনিয়ত মাদক বিক্রেতাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য চেষ্ট করছি।

এদিকে মাদক বিক্রেতা ফাতেমা আক্তার ফাতুকে সোর্স দাবী করে আনিস নামের এক ব্যক্তি নিজেকে নারায়নগঞ্জ ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয়ে ০১৮২২২৮৭১১২ নাম্বার মোবাইল থেকে প্রতিবেদনের তথ্যানুসন্ধাসনকারী মুন্সীগঞ্জ জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়শনের সভাপতি ও একুশে সংবাদ.কম’র জেলা প্রতিনিধিকে মো. জাফর মিয়াকে হুমকি দিয়ে বলেন, “তুই কোন জায়গার সাংবাদিক? তোর সাহস হলো কিভাবে, আমার সোর্স এর বিরুদ্ধে নিউজ করিস, বেটা তোর মত বহু সাংবাদিক আমি দেখেছি। তুই যদি নিউজ করিস তাহলে তোকে ধরে নিয়ে আসবো। তাহলেই বুঝবি আমিকে।”

এই হুমকির ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় একটি সাধারন ডায়রি করা হয়েছে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার জানান, নানা অভিযোগের কারণে তাকে বৃহস্পতিবার বদলি করা হয়েছে। এই ফাঁড়ির দায়িত্ব নিচ্ছেন নতুন কর্মকর্তা।

মুন্সীগঞ্জ নিউজ

Leave a Reply