“মুন্সীগঞ্জ দর্পন” পত্রিকার সম্পাদক আজিজ মাহফুজ গ্রেফতার

সামসুল হুদা হিটু: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মনাইকান্দি গ্রাম থেকে মাসিক “মুন্সীগঞ্জ দর্পন” পত্রিকার সম্পাদক আজিজ মাহফুজকে পুলিশ গ্রেফতার করেছে। অবৈধ ভাবে গাছ কাটার অভিযোগে আপন ছোট ভাইয়ের দায়ের করা একটি মামলায় রোববার দিবাগত রাতে পুলিশ নিজ গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। সোমবার দুপুরে গ্রেফতারকৃত মাসিক পত্রিকাটির সম্পাদককে আদালতে পাঠানো হয়েছে।


গজারিয়া থানার ওসি (তদন্ত) মো: ফরিদ উদ্দিন জানান, গত ২৫ জুলাই মাসিক মুন্সীগঞ্জ দর্পন পত্রিকার সম্পাদক আজিজ মাহফুজের বিরুদ্ধে বাপ-দাদার বসত-ভিটের আম গাছ কর্তনের অভিযোগে তার আপন ছোট ভাই আবুল কালাম বাদী হয়ে গজারিয়া থানায় মামলা দায়ের করেন।

ওয়ান নিউজ

Leave a Reply