ঢাকা-মাওয়া মহাসড়কে ৩০ টি গাড়ি ভাংচুর: ৩ ঘন্টা ধরে যান চলাচল বন্ধ

আরিফ হোসেন: ঢাকা-মাওয়া মহাসড়কের সমষপুর নামক স্থানে গাড়ি চাপায় এক রিক্সা চালকের মৃত্যুর ঘটনায় উত্তেজিত জনতা প্রায় ৩০ টি গাড়ি ভাংচুর করে ও ৩ ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে। এতে রাস্তার দুপাশে প্রায় ৭ কিলোমিটার এলাকা জুড়ে যান জটের সৃষ্টি হয়।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাত আটটার দিকে ঢাকা থেকে মাওয়া গামী গাংচিল পরিবহনের একটি বাস পেছন থেকে একটি রিক্সাকে চাপা দিলে দোগাছি গ্রামের অজ্ঞাত নামা রিক্সা চালক (৪০) ও রিক্সার যাত্রী মর্জিনা বেগম গুরুতর আহত হয়। তাদেরকে হাসপাতালে নেওয়ার পথে রিক্সা চালক (৪৫) প্রান হারায়। গুরুতর আহত অবস্থায় মর্জিনা বেগমকে মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়।

এঘটনায় উত্তেজিত জনতা প্রায় ৩০ টি বাস, ট্রাক ভাংচুর করে ও ৩ ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে। এতে ইফতারির পর দক্ষিনাঞ্চলের ২৩ টি জেলার ঘরমুখো যাত্রীরা চরম দূর্ভোগে পড়ে। পুলিশ ও র‌্যাবের চেষ্টার পর যান চলাচল স্বাভাবিক হয়।

Leave a Reply