ছোট ভাইয়ের হামলায় ভাই-ভাবী আহত

aaaMunshigonjমুন্সীগঞ্জে মাটি ভরাটকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় ভাই-ভাবী গুরুতর আহত হয়েছে। আহত বড় ভাই শহীদ মো. শামীম (৪৫) ও ভাবী সৈয়দা শাহানা বেগমকে (৩৮) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল শুক্রবার দুপুরে আহত শহীদ মো. শামীম সদর থানায় ছোট ভাই রফিক মাহমুদকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সদর থানার এসআই সবুর খান ঘটনা তদন্ত করছেন।

সদর থানার সেকেন্ড অফিসার এসআই সুলতান উদ্দিন জানান, শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের খালইস্ট এলাকার বাসিন্দা রফিক মাহমুদ পৌরসভার জুবলী রোড থেকে নিজ বাড়ি পর্যন্ত একটি লিংক রোডে মাটি ভরাট করছিলেন।

এই মাটি ভরাটের কারনে তারই বড় ভাই শহীদ শামীমের বসত-ভিটে সড়ক থেকে অনেকটা নীচুতে চলে যাচ্ছিল। এতে সামান্য বৃষ্টি হলেই নিজের বসত-ভিটে পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কায় বড় ভাই শহীদ শামীম শুক্রবার সকালে ছোট ভাই রফিক মাহমুদের মাটি ভরাটের কাজে বাঁধা দেন। এ সময় বড় ভাই শামীম ও তার স্ত্রী শাহানা মাটি ভরাট কাজে বাঁধা দিতে এগিয়ে গেলে ছোট রফিক মাহমুদ ধারালো শাবল হাতে আক্রমণ করলে ভাই-ভাবী ২ জন রক্তাক্ত জখম হন। বড় ভাই শামীমের ঠিক পেছনেই ছোট ভাই রফিক মাহমুদের বসত-বাড়ি।

ঢাকা নিউজ এজেন্সি

Leave a Reply