লৌহজংয়ে ইয়াবা সহ ছাত্রদল নেতা গ্রেফতার

শনিবার সকালে লৌহজংয়ের মাদক ব্যবসায়ী ও মাদক সম্রা‌ট ছাত্রদল নেতা কাজী বায়োজিদ মৃধা (৩০) কে ২১ পিছ ইয়াবা সহ গ্রেফতার করেছে লৌহজং থানা পুলিশ।

এস আই মিন্টু মন্ডল ও এস আই রফিকুল ইসলাম জানান, শনিবার সকালে তারা মাওয়া থেকে আসার পথে হলুদিয়ার গোয়ালী মান্দ্রা এলাকা থেকে বায়োজিদকে মোটর সাইকেল ও ২১ পিছ ইয়াবা সহ আটক করেন তারা।


জানা যায়, বায়োজিদ লৌহজং উপজেলা কনকসার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি । তার বাড়ী কনকসারের ধীতপুর গ্রামে।

বাংলাপোস্ট২৪

Leave a Reply