মোঃ শরিফ ভূইয়া: শুক্রবার রাতে তোফায়েল (২০) নামের এক যুবককে গলা কেটে হত্যা করার চেষ্টা চালায় দুই বন্ধু বাহাদুর রহমান ও আমানত। পুলিশ দুজন কে গ্রেফতার করেছে। জানা যায় লৌহজংয়ের ঘোড়দৌড় গ্রামের রুবেল মেম্বারের ছেলে তোফায়েল কে শুক্রবার রাত ১০ টার সময় টাকা দেয়ার কথা বলে বাহাদুর রহমান (২২) ও তার বন্ধু আমানত (২৩) পাশের গ্রাম কারপাসায় নিয়ে যায় সেখানে দুইজনে তাকে ধরে দাড়ালো অস্ত্র দিয়ে গলায় ও গলার পিছনের দিক দিয়ে কেটে ফেলে। এই অবস্থায় তোফায়েল দৌড়ে একটি বাড়ীতে আশ্রয় নেয়। তার বাড়ীর লোকজন খবর পেয়ে তাকে প্রথমে লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা মেডিকেল কলেজে নেয়া হয়।
ঘাতক বাহাদুর জানান, দীঘদিন যাবৎ তার স্ত্রীর সাথে তোফায়েলের পরকীয়া চলছিলো। একারনে বাহাদুরের পারিবারিক কলহ শুরু হয় এবং গত ১ মাস যাবৎ সে স্ত্রীকে তার বাবার বাড়ীতে পাঠিয়ে দেন। এদিকে তোফায়েলের পরিবারের দাবি তোফায়েল বাহাদুরেরকাছে টাকা পায় সে টাকা চাইতে গেলে বাহাদুর এঘটনা ঘটায়। লৌহজং থানা পুলিশ শনিবার ভোরে ঢাকা বংশালের একটি বাড়ী থেকে বাহাদুর ও আমানতকে গ্রেফতার করে লৌহজং নিয়ে আসে। তারা দুজনেই ঘটনার সত্যতা স্বীকার করেছে।
বাংলাপোস্ট২৪
Leave a Reply