টঙ্গীবাড়িতে বিয়ারসহ গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ১৬ ক্যান বিয়ারসহ ২বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আরিফ দেওয়ান (২৬) ও নাইমুদ্দিন হাসানকে (১৮) সোমবার জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাত সোয়া ১টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ব্রিজের কাছ থেকে তাদের আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক বিক্রেতা আরিফ দেওয়ান একই উপজেলার পূর্ব হাসাইল গ্রামের সাইজউদ্দিন দেওয়ানের ছেলে ও নাইমুদ্দিন হাসান হাসাইল গ্রামের দুলাল শেখের ছেলে।


টঙ্গীবাড়ি থানার (প্রশাসন) এস এ খালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কামারখাড়া এলাকায় টহল পুলিশ ছুটে যায়। এ সময় ১৬ ক্যান বিয়ারসহ তাদের ২ জনকে আটক করা হয়। এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।

ঢাকারিপোর্টটোয়েন্টিফোর

Leave a Reply